‘আমাদের মেয়েদের ছুঁলেই মৃত্যুদণ্ড’
১২ অক্টোবর ২০২০ ১৬:৩১ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১০
কথিত লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের আসাম রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কড়া ভাষায় দেওয়া হুঁশিয়ারিতে তিনি বলেন, আমাদের মাটিতে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর লড়াই শুরু হবে।
সোমবার আসামে এআইইউডিএফ এর প্রধান বদরউদ্দিন আজমলকে উদ্দেশ্যে করে বিশ্বশর্মা বলেন, আজমল আর্মির কেউ আমাদের মেয়েদের স্পর্শ করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। লাভ জিহাদ এখন আসামের মেয়েদের কাছে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা আমাদের সমাধান করতে হবে। না হলে আগামী দিনে আরও বড় বিপদ মেয়েদের জন্য অপেক্ষা করছে।
তার বক্তব্যে হিমন্ত বিশ্বশর্মা বলেন, আজমলস আর্মির চক্রান্তের জন্য নির্বাচনে বিজেপি পাঁচটি কেন্দ্রে আসন হারিয়েছে। কিন্তু একই ভুল বিজেপি আর করবে না।
সূত্র: জিনিউজ