আজও থাকবে ভ্যাপসা গরম, রাতে কমবে তাপমাত্রা
১১ অক্টোবর ২০২০ ১২:২৮ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১০
ঢাকা: মেঘ আর জলীয় বাষ্পের কারণে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় আজ ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে কাল বিকেল থেকে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রবিবার (১১ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বাতাস কম থাকবে। আকাশ কিছুটা অস্থায়ী মেঘলা থাকবে। দিনেরবেলা ভ্যাপসা গরম অনুভুত হতে পারে। রাতের দিকে গরম কমতে পারে।
তিনি আরও বলেন, আগামীকাল রাত কিংবা পরশু সকাল থেকে দুয়েকদিনের জন্য টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে। আজ দেশের নদী ও সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্ক বার্তা নেই বলে জানান তিনি।