Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এই দায় নয় আমার, নয় চলন-বলন জামার’


১০ অক্টোবর ২০২০ ২০:৩১ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১০

এই দায় আমার নয়, নয় চলন-বলন-জামার; এই দায় শুধু তোর, তুই ধর্ষক

আজীবন যুদ্ধই যেন নারীর পথচলার সঙ্গী। অথচ এই পৃথিবীর বাতাসে মুক্তভাবে শ্বাস নেওয়ার অধিকারের মত মুক্তভাবে চলার-বলার-বাঁচার অধিকার তারও। যেখানে নারীদের অবদানে এগিয়ে যাচ্ছে দেশ, সেখানে   বারবার পাশবিক নির্যাতন করে থামানোর চেষ্টা করা হয় তাদের। সম্প্রতি দেশব্যাপী একের পর এক নারী নির্যাতন ও হত্যায় কেঁপে উঠেছে দেশ। প্রতিদিনই সংবাদপত্রের পাতায় নারী ও শিশু ধর্ষণের মর্মান্তিক সব খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে নারীর প্রতি বিদ্বেষ আর ঘৃণা। সব মিলিয়ে নিরাপদ নয় নারী। এমনই পরিস্থিতিতে রাজধানীসহ দেশব্যাপী চলছে প্রতিবাদ।

বিজ্ঞাপন

আজ শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে নারীপক্ষের ব্যানারে জড়ো হয় একাধিক সংগঠন ও সাধারণ নারী ও সহমর্মী পুরুষ। তাদের হাতে ধরা রঙিন প্লাকার্ডে ছিল নানারকম ধর্ষণ ও নির্যাতনবিরোধী বার্তা। সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমানের ক্যামেরায় ফুটে উঠেছে এমনই কিছু মুহূর্ত

টপ নিউজ নারী নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর