‘এই দায় নয় আমার, নয় চলন-বলন জামার’
১০ অক্টোবর ২০২০ ২০:৩১ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১০
আজীবন যুদ্ধই যেন নারীর পথচলার সঙ্গী। অথচ এই পৃথিবীর বাতাসে মুক্তভাবে শ্বাস নেওয়ার অধিকারের মত মুক্তভাবে চলার-বলার-বাঁচার অধিকার তারও। যেখানে নারীদের অবদানে এগিয়ে যাচ্ছে দেশ, সেখানে বারবার পাশবিক নির্যাতন করে থামানোর চেষ্টা করা হয় তাদের। সম্প্রতি দেশব্যাপী একের পর এক নারী নির্যাতন ও হত্যায় কেঁপে উঠেছে দেশ। প্রতিদিনই সংবাদপত্রের পাতায় নারী ও শিশু ধর্ষণের মর্মান্তিক সব খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে নারীর প্রতি বিদ্বেষ আর ঘৃণা। সব মিলিয়ে নিরাপদ নয় নারী। এমনই পরিস্থিতিতে রাজধানীসহ দেশব্যাপী চলছে প্রতিবাদ।
আজ শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে নারীপক্ষের ব্যানারে জড়ো হয় একাধিক সংগঠন ও সাধারণ নারী ও সহমর্মী পুরুষ। তাদের হাতে ধরা রঙিন প্লাকার্ডে ছিল নানারকম ধর্ষণ ও নির্যাতনবিরোধী বার্তা। সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমানের ক্যামেরায় ফুটে উঠেছে এমনই কিছু মুহূর্ত
- সকল নির্যাতনের দায়ভার চাপানো হয় নারীর পোশাক, চলাফেরা আর বাইরে যাওয়ার। অথচ শিশুরাও ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত। তাই ধর্ষকসহ সকল নারী নির্যাতকের শাস্তি হোক, বন্ধ হোক নারী নির্যাতন
- শেষ হোক নির্যাতন, নারীকে মানুষ হিসেবে সম্মান দিন
- ধর্ষণে যে নারীর দায় খোঁজে, ধর্ষক বটে সেও!
- নারী চায় না তাকে কেউ রক্ষা করুক, সে চায় পূর্ণ মর্যাদা নিয়ে বাঁচতে
- স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে স্বাধীনভাবে বাঁচার দাবিতে এক হয়েছে নানা বয়সী নারী
- নির্যাতন করে বন্ধ করা যাবে না নারীর পথচলা। যুগে যুগে এগিয়ে এসেছে সাহসীরা, আসবেই
- নারীর প্রতি সহিংসতা দূর করতে দ্রুত বিচার হোক সব নির্যাতকের
- এই দায় আমার নয়, নয় চলন-বলন-জামার; এই দায় শুধু তোর, তুই ধর্ষক