লাইভে টিকটক তারকার গায়ে পেট্রল ঢেলে আগুন দিল প্রাক্তন স্বামী
৪ অক্টোবর ২০২০ ১৫:১২ | আপডেট: ৪ অক্টোবর ২০২০ ১৫:১৯
টিকটক তারকা অভিনেত্রীর লাইভ স্ট্রিমিং চলাকালে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় প্রাক্তন স্বামী। সেই আগুনে পুড়ে মৃত্যু হয় তার। গত ১৪ সেপ্টেম্বর চীনের সিচুয়ান প্রদেশে ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সামাজিকমাধ্যম টিকটকে লামু নামে জনপ্রিয় ওই অভিনেত্রীর লাইভ স্ট্রিমিং চলাকালে জোর করে তার বাড়িতে ঢুকে পড়ে প্রাক্তন স্বামী তাং। পরিবারের সদস্যদের সামনেই লামুর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। ওই আগুনে শরীরের ৯০ শতাংশই পুড়ে যায় লামুর।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর মৃত্যু হয় টিকটক অভিনেত্রী লামুর। এ ঘটনায় চীনে নিন্দার ঝড় উঠেছে। উল্লেখ্য, সিচুয়ান প্রদেশের গ্রামীণ পরিবেশ তুলে ধরতেন লামু। গ্রামীণ সাদাসিধে জীবনের নানা গল্প তুলে এনে জনপ্রিয়তা পান তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পারিবারিক সহিংসতার কারণে স্বামী তাংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন অভিনেত্রী লামু। গত ১৪ সেপ্টেম্বর প্রতিশোধ নিতেই সে লামুর বাড়িতে ঢুকে তার গায়ে আগুন ধরিয়ে দেয়।