অবিশ্বাস্য ওজনের কুমড়া হাজির, সবার চোখ ছানাবড়া
১ অক্টোবর ২০২০ ১৯:২৫ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ২১:৪৫
অবিশ্বাস্য ওজনের কুমড়া হাজির করে প্রতিযোগিতায় সবার চোখ ছানাবড়া করে দিলেন মোহাম্মদ সাদিক নামের এক চাষি। এতো বড় কুমড়া দেখে বিচারকরাও ‘থ’। আর এতেই জিতে নিলেন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার। আমেরিকায় এক কুমড়া প্রতিযোগিতায় এমন বাজিমাত করলেন গর্বিত চাষি সাদিক। বার্তাসংস্থা এপি’র খবর।
ইউটার লেহি শহরে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছিলো কুমড়া প্রতিযোগিতার। কুমড়ার আকার, গুণগত মান বিচার করে শ্রেষ্ঠ কুমড়া নির্বাচন করেন বিচারকরা। কুমড়ার গর্বিত মালিককে তারপরে বিজয়ী ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশাল এক কুমড়া নিয়ে হাজির হলেন সাদিক মোহাম্মদ। তার কুমড়ার ওজন মেপে দেখা গেছে— ৮৩০ কেজি।
কুমড়ার এ ওজন শুনে অনেকেই অবশ্য প্রশ্ন তুলবেন। এতো বড় কুমড়া আবার হয় নাকি! তবে প্রতিযোগিতায় উপস্থিত দর্শনার্থীরা কুমড়াটি দেখেছেন নিজ চর্মচক্ষে।
অবশ্য এসব প্রতিযোগিতায় বরাবরই বড় ও ওজনদার কুমড়াই প্রদর্শিত হয়। প্রায় সব কুমড়ার ওজনই ৪০০ কেজির উপরে থাকে। এবার স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ ওজনের কুমড়া দেখে ধাক্কা খেয়েছেন বিচারক থেকে শুরু করে দর্শনার্থীরা। এর আগে এতো বড় কুমড়া প্রতিযোগিতায় এসেছিলো কি-না তা আয়োজকরাও নিশ্চিত করে বলতে পারেননি।
তবে এ প্রতিযোগিতায় এতো বড় কুমড়া আগে না আসলেও কুমড়ার অন্যান্য জনপ্রিয় প্রতিযোগিতায় আরও বেশি ওজনের কুমড়া শিরোপা জেতার রেকর্ড আছে। যেমন ২০১৭ সালে ইউরোপের এক কুমড়া প্রতিযোগিতায় ১ টন ওজনের মিষ্টি কুমড়া হাজির করে শিরোপা জেতেন বেলজিয়ামের এক কৃষক।