বৃদ্ধার জালে বিশাল মাছ, রাতারাতি ধনী
২৯ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৫ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১৩
বৃদ্ধা গিয়েছিলেন চিংড়ি ধরতে। হঠাৎ জালে ধরা পড়ে বিশালাকার একটি মাছ। তখন হয়ত বুঝতে পারেননি এই মাছে তার এ বেলার অন্নসংস্থানই শুধু হবে না, রাতারাতি ধনী হয়ে যাবেন তিনি। ভারতের সাগরদ্বীপের চকফুলডুবি গ্রামের ঘটনা এটি।
বৃদ্ধার জালে আটকা পড়া বিশালাকার ভেটকি মাছের ওজন মেপে দেখা গেছে ৫২ কেজির বেশি। মাছটি বিক্রি হয়েছে ৩ লাখ টাকারও বেশি দামে। এ নিয়ে হইচই পড়ে গেছে সাগরদ্বীপের চকফুলডুবি গ্রামে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিদিনের মতো চিংড়ি মাছ ধরতে জাল নিয়ে গিয়েছিলেন ওই বৃদ্ধা। হঠাৎ বড় মাছ জালে পড়েছে বুঝতে পারেন। মাছটির ওজন ৫২ কেজি। স্বভাবতই একা সামলানো কঠিন হয়ে পড়া বৃদ্ধার পক্ষে। পরিবারের লোকজনকে ডেকে আনেন তিনি।
স্থানীয়রা জানান, জাহাজ বা নৌকায় ধাক্কা খেয়ে আহত হয়েছিলো মাছটি। আহত অবস্থায় মৃতপ্রায় মাছ পারের কাছে ভেসে আসে। আর ঠিক জায়গায় বৃদ্ধার জাল পড়ায় মাছটি ধরা পড়ে। পরে এ মাছ স্থানীয় বাজারে কেজি দরে বিক্রি করা হয়। মাছ বিক্রি করে বৃদ্ধার মোট আয় ৩ লাখ ৩০ হাজার দুইশো টাকা।