Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইডাহোতে ট্র্যান্সজেন্ডার ক্রীড়াবিদদের আইনি জয়


১৮ আগস্ট ২০২০ ১৭:১৫

যুক্তরাষ্ট্রের আইডাহোর ট্র্যান্সজেন্ডার নারীদের ক্রীড়া দল থেকে নিষিদ্ধ করা যাবে না মর্মে রায় দিয়েছেন এক মার্কিন ফেডারেল আদালত। মার্কিন আদালত আইডাহোর ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে এক বৈষম্যমূলক এক আইনের বিরুদ্ধে এ রায় দিলেন।

এই মামলায় আইনি সহায়তা দিয়েছে এমন সংগঠন ‘আমেরিকান সিভিল লিবারিটিজ ইউনিয়ন’ এ রায়ের পর তাদের প্রতিক্রিয়া জানিয়ে বলে, আইডাহোর সব নারীদের জন্য এটি একটি বিজয়। ট্র্যান্সজেন্ডাররা এখন থেকে সহজেই প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারবে।

বিজ্ঞাপন

এর আগে আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল গত মার্চে ‘ফেয়ারনেস ইন ওম্যান’স স্পোর্টস অ্যাক্ট’ নামক এক বিলে সাক্ষর করেন। ওই আইনে ট্র্যান্সজেন্ডার নারীদের ক্রীড়া দলে অন্তর্ভুক্তিতে বাধা দেওয়া হয়। আইনটিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বইসে স্টেট ইউনিভার্সিটির ট্র্যান্সজেন্ডার ক্রীড়াবিদ লিন্ডসে হেকক্স। ফেডারেল আদালতের বিচারক ডেভিড নেই আইডাহোর বিতর্কিত আইনটির বিপক্ষে রায় দেন এবং বলেন, আইডাহো কর্তৃপক্ষ ওই বৈষম্যমূলক আইনটি বহাল রাখার পক্ষে যথেষ্ট যুক্তি উপস্থাপন করতে পারেনি।

বিচারক নেই তার রায়ে বলেন, এটি একটি অন্যায় আইন কেননা আইনটিতে পুরুষ ক্রীড়াবিদদের ব্যাপারে এমন কোনো নির্দেশনা নেই।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ডাকোটা থেকে শুরু করে টেনেসি, কেনেক্টিকাটে খেলাধুলায় অংশগ্রহণের অধিকার আদায়ে ট্র্যান্স নারীরা ব্যাপক আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

আইডাহো ট্র্যান্সজেন্ডার