Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌচির জীবন, ওষ্ঠাগত শ্বাসের দিন


৫ মার্চ ২০১৮ ১০:৫১

মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর

খাতা কলমে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখিয়ে শুরু হলো আজকে ফাগুনের ২১ তম দিন। সূর্যের ‘চ্যাত’ দেখার জন্য প্রস্তুতি নিয়ে ফেলুন কারণ আজ কোথাও কোনো প্রশান্তির ছায়া নেই।

বসন্ত মাসের রোমান্টিজম কিন্তু শুধু কবি আর কোকিলদের মনে। এমনি বসন্ত বিশাল খরার মাস। বৃষ্টির কোনো নিয়ম নাই। হলে হতে পারে না হলে আর কী করা যায়? আকাশে মেঘের ছায়া নেই, এদিকে শীতে প্রকৃতি শুষ্ক হয়ে আছে। দিন আস্তে আস্তে বড় হচ্ছে রোদের সুয় বাড়ছে আর খড়া বেড়েই যাচ্ছে।

সূর্য আজকে উঠেছে ৬টা ১৭তে। ডুববে ৬টা ৩ মিনিটে। এর মধ্যবর্তী সময়, আকাশে মেঘ নেই, ২৪-২৫ শতাংশ মোটে, অতিবেগুনী রশ্মির ইনডেক্স থাকবে ৬/৭, আজকে ১১টা থেকে ১টা পর্যন্ত ইনডেক্স ৭ এ থাকবে। মানে হচ্ছে প্রচণ্ড রোদ। ভীষণ কষ্ট হবে।

সারাদিন অনেক অনেক পানি খেতে হবে। আবহাওয়া নিয়ে আলোচনাও করা যাবে, বিরক্তও হয়া যাবে। তবে জীবনের সমস্যা নিয়ে কারও সঙ্গে কথা বলার দরকার নেই। হাসিমুখে সমস্যাকে মোকাবেলা করতে হবে।

শুভ হোক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর