Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩৮ বছরে প্রথম নারী নির্বাহী পেল জাপান কেন্দ্রীয় ব্যাংক


১২ মে ২০২০ ২২:১৬ | আপডেট: ১৩ মে ২০২০ ০১:২২

জাপান কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন নারী নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হল। সোমবার (১১ মে) জাপানের অর্থমন্ত্রী তারো আসো কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসেবে টোকিকো শিমিজুর নাম ঘোষণা করেন। ৫৫ বছর বয়েসি এ ব্যাংকার বর্তমানে ব্যাংকটির নাগোয়া ব্রাঞ্চে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

১৮৮২ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব জাপান সম্প্রতি নিয়মিত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু রদবদলের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ছয় সদস্যের নির্বাহী কমিটিতে শিমিজু নিয়োগ পেলেন। ব্যাংকের ১৩৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম- পরিচালনা পর্ষদে নারী নিয়োগের ঘটনা এটিই প্রথম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জাপান কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ শতাংশ কর্মী নারী হলেও তাদের মাত্র ১৩ শতাংশ উচ্চপদস্থ ব্যবস্থাপনা পর্যায়ে আছেন। এছাড়াও আইনগত ব্যাপার, পারিশ্রমিক প্রক্রিয়া ও ব্যাংক নোট সংক্রান্ত বিভাগের বিশেষজ্ঞ পর্যায়ে ২০ শতাংশ নারী কর্মরত রয়েছেন।

জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে প্রকৌশল বিদ্যায় ডিগ্রি নিয়ে ১৯৮৭ সালে কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেন শিমিজু। ব্যাংকটির আর্থিক বাজার বিভাগ ও বৈদেশিক মুদ্রা কার্যক্রম বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ব্যাংকের ইউরোপীয় বিভাগের সাধারণ ব্যবস্থাপক হিসেবে লন্ডনে দায়িত্ব পালন করেন শিমিজু।

গত কয়েক দশক ধরে উচ্চ শিক্ষিত নারীর সংখ্যা বাড়ায় জাপানের পুরুষ প্রভাবিত পরিচালনা ব্যবস্থায় পরিবর্তনের ছোঁয়া লাগে। তবে ৭০ বছরের পুরনো ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকে যেমন গত বছর একজন নারী গভর্নর নিয়োগ দেওয়া হয়, জাপানের এ ব্যাংকটিতে এখনও এরকম সর্বোচ্চ পদে কোন নারী নিয়োগ পাননি।

বিজ্ঞাপন

জাপানে মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও দেশটি লিঙ্গ সমতার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। ২০১৮ সালে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক হিসাব অনুযায়ী, লৈঙ্গিক বৈষম্য হ্রাসের সূচকে ১৫৩টি দেশের মধ্যে জাপানের অবস্থান ১২১। এছাড়াও প্রতিষ্ঠানটির মতে, লৈঙ্গিক বৈষম্য নিরসনে জি-৭ এর মত প্রভাবশালী কমিটিতেও জাপানের অবস্থান তলানিতে।

তবে দেশে নারীর ক্ষমতায়ণ বাড়াতে  প্রধানমন্ত্রী শিনজো আবে ‘উওমেনোমিক্স’ নামের এক নীতি গ্রহণ করেন। এর মাধ্যমে শ্রমজীবী নারীদের ক্ষমতায়ণ করার কাজে নজর দেয় জাপান কর্তৃপক্ষ।  বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে একজন নারীর নিয়োগ, সেই নীতিরই অংশ।

জাপান কেন্দ্রীয় ব্যাংক টপ নিউজ সেন্ট্রাল ব্যাংক অফ জাপান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর