Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী


৯ ডিসেম্বর ২০১৭ ১১:১৬ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ১৬:১১

বিশেষ সংবাদদাতা
বেগম রোকেয়া পদক পেলেন দেশের স্বনামে ধন্য পাঁচ নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই পদক তুলে দিয়েছেন।

এ বছর পদক পেলেন— মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভারাণী ত্রিপুরা, গ্রামীণ বিকাশ সহায়তা সংস্থার মাহমুদা খাতুন রত্না, চিকিৎসক সুরাইয়া বেগম এবং সাংবাদিক (মরণোত্তর) মাহফুজা খাতুন (বেবী মওদুদ)।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেওয়ার পর বক্তৃতায় বলেন, বেগম রোকেয়ার অনুপ্রেরণা নিয়েই তিনি সরকার পরিচালনা করে যাচ্ছেন। একই সঙ্গে বাঙালি নারীর জাগরণ তরান্বিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বেগম রোকেয়া বাঙালির নারী জাগরণের অগ্রদূত।’

বেগম রোকেয়া পদক নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদান স্বীকৃতি উল্লেখ করে বাংলাদেশ সরকার প্রণীত একটি রাষ্ট্রীয় পদক। প্রতিবছর ডিসেম্বরের ৯ তারিখ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সরকারিভাবে এই পদক দেওয়া হয়।

সারাবাংলা/এমএম

নারী জাগরণ বেগম রোকেয়া রোকেয়া পদক