করোনার কালে সচেতন শপিং (ভিডিও)
২৭ মার্চ ২০২০ ১৪:৩২ | আপডেট: ২৭ মার্চ ২০২০ ১৫:০০
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বের ১৯৫ দেশে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৩৩ হাজার ১৫ জন। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯৫ জনের। আরও সংক্রমণ ঠেকাতে ৭০ দেশে নাগরিকদের বাইরে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কিন্তু, প্রয়োজন তো কোনো বাধা মানে না। আবার নিজের ও আশেপাশের মানুষের জীবনের নিরাপত্তার কথাও সচেতন মানুষ ভুলে যেতে পারেন না। অতি প্রয়োজন থেকে উদ্ভট উদ্ভাবন দেখার অভিজ্ঞতাও পৃথিবীর নতুন নয়।
এবার বিশাল এক বেলুনের বলের ভেতর নিজেকে ভরে চেইনশপ মরিসনস’র একটি আউটলেটে ক্যামেরাবন্দি হয়েছেন যুক্তরাজ্যের এক নারী। দ্য সানের একজন কন্ট্রিবিউটর ওই নারীর শপিং করার ভিডিওটি বৃহস্পতিবার (২৬ মার্চ) আপলোড করেছেন গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে। সারাবাংলার পাঠকদের জন্য বিশ্বজুড়ে সাড়া জাগানো ভিডিওটি সংযুক্ত করে দেওয়া হলো।
এর মধ্যেই, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৮৫ জন। মৃত্যু হয়েছে ৫৭৮ জনের।