Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সু্যোগ বুঝে চোর পালালো বিএমডব্লিউ নিয়ে


১৬ মার্চ ২০২০ ১২:১০ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ১২:১১

ভারতের উত্তরপ্রদেশের রিশাব অরোরা পার্টি থেকে ফিরছিলেন। রাতও অনেক হয়ে গিয়েছিল। মুত্রত্যাগের প্রয়োজন হওয়ায় নয়দা ৯০ নম্বর সেক্টরের রাস্তার পাশে বিএমডব্লিউ গাড়িটি পার্ক করেন। রাস্তার অন্যদিকে গিয়ে দাঁড়ান তিনি।

ফিরে এসে দেখেন, সুযোগ বুঝে চোর পালিয়েছে বিএমডব্লিউ নিয়ে।

পরে, এই ঘটনা তিনি পুলিশকে জানিয়েছেন।

কিন্তু, পুলিশ এখনও এই চুরির ঘটনার কোনো কুলকিনারা করতে পারেনি। তবে রিশাবের পরিচিত কেউই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ।

এদিকে, বিএমডব্লিউ গাড়িটি রিশাবের ভগ্নিপতীর। ছয়-সাতদিন ধরে তিনি গড়িটি ধারে ব্যবহার করে আসছিলেন। ওই বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কেনার ঋণ বাবদ এখনও ব্যাংকে ৪০ লাখ টাকা জমা বাকি আছে তার ভগ্নিপতীর।

তবে, ওই গাড়িটি চুরি হওয়ার সময় রিশাব মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে।

উত্তরপ্রদেশ চুরি বিএমডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর