রোদের সকাল
১২ মার্চ ২০২০ ১০:০৫ | আপডেট: ১২ মার্চ ২০২০ ১২:০৮
ঝলমলে রোদের সকাল দেখলে মন-মেজাজ দুটোই ভালো হয়ে যেতে পারে। যেমন আজ সকালে হয়েছে।
যদিও মনে কোভিড-১৯ এর আতঙ্ক, তবু বাড়ি থেকে যখন বের হতেই হচ্ছে তখন মন ভালো রাখার চেষ্টা তো করতেই হয়। কারণ, বেঁচে তো থাকতে হবে।
তো সেই বেঁচে থাকার চেষ্টাতেই আমরা দিন পার করছি। অন্য দিনগুলোর মতো আজকের দিনটাও ভালো খারাপ মিলিয়ে পার হয়েই যাবে। যেমন আজকের আবহাওয়া, সেটাও বেশ ভালো খারাপ মিলিয়ে। মানে তেমন গরম নেই, কিন্তু রোদের তেজ আছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, সারাদেশের আবহাওয়া প্রায় একই রকম আছে। তেমন কোনো বড় পরিবর্তন নেই আপাতত। তবে উত্তরবঙ্গ কিছুটা মেঘলা থাকতে পারে। দুই/তিনদিন পর দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপগ্রহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে বাড়বে তাপমাত্রাও। সর্বোচ্চ হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের দিকে কমে যাবে তাপমাত্রা। ফলে রাতের ঘুমটা ভালো হবে, এটুক বলাই যায়।
সবার দিন ভালো যাক।