Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাচ্চাকে এক পা, দু পা হাঁটতে শেখাচ্ছে মা! (ভিডিও)


১১ মার্চ ২০২০ ১৮:৫২ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৯:০৪

সদ্য জন্ম নেওয়া আদুরে হাতির বাচ্চা। এই হাঁটছে তো এই পড়ছে। রাখতে পারছে না ভারসাম্য। কে বলবে একদিন সেই হয়ে উঠবে ৬ হাজার কেজি ওজনের ছোটোখাটো দৈত্য। পদে পদে কাঁপাবে মাটি। তবে এখন মানবশিশুর মতো হাতির বাচ্চাটিও অসহায়। তাকে হাঁটতে শেখাচ্ছে মা হাতি। এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। খবর এনডিটিভির।

https://twitter.com/i/status/1235837804967391233

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার প্রবীণ কাসওয়ান তার টুইটার অ্যাকাউন্টে বাচ্চা হাতির কয়েকটি ভিডিও শেয়ার করেন।

ক্যাপশনে তিনি জানিয়েছেন, হাতি-পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সন্তানের জন্ম হওয়া। ছোট ছোট পায়ে যখন শরীরে ভারসাম্য রাখতে হিমশিম খায় বাচ্চা হাতি, তখন মা শুঁড় জড়িয়ে সাহায্য করে তাকে।

হাতি শাবকের প্রথম পদক্ষেপগুলো ধীর ও কাঁপা-কাঁপা হলেও একদিন সে ঠিকই দাপিয়ে বেড়ায় বনজঙ্গল। এটাই জীবনের শিক্ষা।

ভিডিওটি দেখে একজন লিখেছেন, হাতির ব্যাপারে আমি যত জানছি তত তাদের বুদ্ধিমত্তা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ওদের আরও বেশি করে ভালবেসে ফেলছি।’

https://twitter.com/ParveenKaswan/status/1235529822429777922?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1235529822429777922&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fbengali%2Fviral-video-of-baby-elephant-trying-to-take-first-steps-wins-social-media-2192979

‘মিষ্টি হাতিটি। আর তত সুন্দর এই প্রকৃতি। আজকের দুর্বল পা কয়েক বছরের মধ্যেই পৃথিবীকে দুমড়ে দিতে সক্ষম হয়ে উঠবে,’ লিখেছেন অন্য একজন।

হাঁটতে শেখা হাতি হাতি শাবক হাতির বাচ্চা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর