যে ঝরে না, সেই বাড়ে!
২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৭:১৭
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
দুদিন ঝড় বৃষ্টি খুব কাঁপিয়ে গেলো! গতকাল রাতেও যে এক ঝলকে দিব্যি সুন্দর পরিবেশ তছনছ হয়ে গেল ঝড় আর বৃষ্টিতে!
আজকে ফাল্গুনের ১৫ তম দিন। দেখতে দেখতে ফাগুন মাসটাও অর্ধেক পেরিয়ে গেলো! ফাগুনের দিনের সঙ্গে তাল দিয়ে বাড়ছে দিনের দৈর্ঘ্য। আজ সকালে সূর্য উঠছে, ৬টা ২৩ এ ডুবে যাবে সন্ধ্যা ৬টায়। এর মধ্যে ১১ ঘণ্টা ৩৭ মিনিট সূর্য থাকবে আমাদের আকাশে।
গতকালের মেঘ ভাঙ্গার পরে আজকে আকাশের ভাণ্ডার খালি। আকাশে একে তো মেঘ নাই আর যা আছে তা পুরাই সাদা মেঘ সাদা মেঘে বৃষ্টি হয় না এটা আমরা পুরা শীতকাল ধরে জেনেই ফেলেছি।
ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুর একটা গান আছে না? “মেঘ ভাঙ্গা রোদ নিলো প্রতিশোধ গতকাল হয়ে যাওয়া বৃষ্টির” এই গানের অর্থ এতদিন যারা বুঝেননি বা বুঝার প্রয়োজন মনে করেননি তারা আজ দুপুরে বের হলে হাড়ে মজ্জায় বুঝে যাবেন।
বৃষ্টি হয়ে গেলে আকাশ একদম বিরান হয়ে যায়। এই বিরান আকাশে সূর্য মনের খুশিতে আলো ছড়ায়, সেই আলোতে থাকে অতিবেগুনী রশ্মি। সেই সূত্র মেনে, আজকে সকাল নয়টাতেই অতিবেগুনী রশ্মির ইনডেক্সে থাকবে ৩ এর কাঁটায়, দুপুরে ১২টায় হবে ৭! সানস্ক্রিন না মেখে যদি বের হন তাহলে নিজের দায়িত্বে! তবে এই কুবুদ্ধি করার কোনো দরকার নেই, পারলে ছাতাও নিন। আমি বলি কি, ঝড় বৃষ্টির মৌসুম চলে এসেছে ছাতা একটা ব্যাগেই রেখে দিন। ঝড়, বৃষ্টি, সূর্য সবখানেই নিরাপদে থাকবেন!
আকাশে সূর্য যদি বিনা দ্বিধায় একটা লম্বা দিন কাটাতে পারে তাহলে তাপমাত্রা বাড়বে এতে আর বলার কি আছে? তাও গতকাল বৃষ্টি হওয়ায় আজকের তাপমাত্রা কিছুটা কম কম, সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। কাগুজে হিসাবের চেয়ে গায়ের অনুভূতি একটু আলাদা হতে পারে কিন্তু গড়পতা হিসেবে দিনটা বেশ গরম রাতটা কিছুটা ঠাণ্ডা!
বৃষ্টি হলে এমনিতে বাতাসের আর্দ্রতা বেশ বেশি থাকে। কিন্তু বসন্ত কালে নয়। বৃষ্টিতেও বাতাসের আর্দ্রতা খুব বেশি বাড়েনি। বাড়বেও না। কেন বাড়বে? প্রকৃতি কেমন শুকিয়ে আছে বলুন তো! এগুলোকে ভিজতে অনেক সময় লাগবে! এই পুরো ঋতুটাই লেগে যাবে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে বঙ্গোপসাগর এখন ক্রান্তিয় ঝড়ের ঝুঁকিতে আছে। এই ঝড়ের বাড়িঘরই আমাদের বঙ্গোপসাগর। ঝড় ঘরে ফিরে এসেছে এখন অনেকদিন দিন পর্যন্ত নানান রূপে, নানান সময়ে ঝড়-বৃষ্টি হবে! তৈরি থাকুন। ঘর থেকে বের হলে দরজা জানালা বন্ধ করে বের হবেন, বাইরে কাপড় মেলা থাকলে ক্লিপ লাগাবেন। আকাশে মেঘ দেখলে খোলা জায়গায় দাঁড়াবেন না।
এই ঝড় তাণ্ডবে অনেক কিছু ভেঙ্গে চুড়ে যাবে। কাল যেমন সব আম গাছের নিচে বিছিয়ে পড়েছে মুকুল। যারা ঝরে গিয়েছে তারা ছিল দুর্বল মুকুল। ওদের থেকে গুটি হতোই না। আবার যখন আমে গুটি ধরে যাবে তখন ঝড় বৃষ্টিতে কিছু গুটিও ঝরবে।
কিন্তু এইসব বৈরী অবস্থায় যারা টিকে থাকে তারাই বাড়ে। আজকে মঙ্গলবার এটাই আমাদের দিনের মন্ত্র, আমরা টিকে থাকব, আমরা বাড়ব!
শুভ সকাল!
সারাবাংলা/এমএ