আর্জেন্টিনায় আতঙ্ক ছড়াচ্ছে দানবাকৃতির মশা!
১০ মার্চ ২০২০ ১৬:৩২ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৮:০৬
বিশাল সাইজের মশা নিয়ে উৎকণ্ঠায় পড়েছে আর্জেন্টিনার করডোবা শহরের মানুষেরা। সেখানের এক বাসিন্দা সম্প্রতি দানবাকৃতির এক মশার ছবি পোস্ট করেছেন অনলাইনে। যেটি স্বাভাবিক মশার চেয়ে বেশ কয়েকগুণ বড়। খবর ডেইলি মেইলের।
ইজিকোইল লোবো নামের ওই ব্যক্তি জানান, মশাটি চ্যাম্পিয়নের মতো জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে। তারা আতঙ্কিত হয়ে যান। পরে তার মা এটিকে কুপোকাত করতে সক্ষম হন।
অনলাইনে অনেক খুঁজেও এত বড় মশার সন্ধান পাননি লোবো । তাই তিনি অন্য একটি সাধারণ মশাকে পাশে রেখে দানবাকৃতি মশাটির ছবি তুলেন ও অনলাইনে পোস্ট করেন। শহরটিতে এমন আরও অনেক মশার অস্তিত্ব রয়েছে বলে জানা গেছে।
মজা করে তিনি বলেন, ‘এটি হয়ত চেরোনবিলের ইভ্যুলিউশন। অথবা যেন আমি জুমানজিতে রয়েছি।’
লোবোর পোস্ট করা ওই ছবিতে একজন মন্তব্য করে বলেন, ‘ছোটটি এডিস মশা। যেটি ডেঙ্গু বা ইয়োলো জ্বর ও জিকা’র সংক্রমণ ঘটাতে পারে। পাশের বড় মশাটি পসোরোফরা সিলিয়াটা। এটি এমন কিছু নয়।’
বিশেষজ্ঞ মাইকেল এইচ রেইসকাইন্ড জানান, বন্যার পর পসোরোফরা সিলিয়াটাস এর উপদ্রব দেখা দেয়। তাদের কামড় মারাত্মক ব্যথার কারণ।
যদিও ইজিকোইল লোবোর তোলা ছবিটির মশাটি কোন প্রজাতির তা নিশ্চিত হওয়া যায়নি।