করোনার ভয়, ফ্রান্সে চুমু খেতে বারণ
৩ মার্চ ২০২০ ২০:৩৫ | আপডেট: ৩ মার্চ ২০২০ ২০:৩৮
চুমুতে ছড়াতে পারে ভয়ঙ্কর ছোঁয়াচে করোনাভাইরাস। এই আতঙ্কে ফ্রান্স দেশটির নাগরিকদের পরামর্শ দিয়েছে, যাতে চুমু খাওয়া থেকে বিরত থাকে তারা। খবর বিজনেস ইনসাইডারের।
করোনাভাইরাসে ফ্রান্সে ২০০ এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ জন। বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ১২০টি স্কুল। সারাবিশ্বে করোনা-ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১১৫ জনে। আক্রান্ত হয়েছেন ৯০ হাজারের বেশি।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরেন সামাজিক পরিধিতে শরীরের সংস্পর্শ এড়িয়ে চলার অনুরোধ করেছেন। এরমধ্যে রয়েছে গালে গালে চুমুর ফরাসি সংস্কৃতিও। তিনি বলেন, ভাইরাস আমাদের অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে এটিকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে।
ফ্রান্সে ইতোমধ্যে জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ৫ হাজারের বেশি মানুষ একসঙ্গে সভা-সমাবেশ বা অনুষ্ঠানে জড়ো হতে পারবেন না বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।