Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি কোলাহলে মুখর হওয়ার অপেক্ষায়


২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৫

ফাইল ছবি

গত সন্ধ্যায় বইমেলায় গিয়েছিলাম। সেখানে বার বার ঘোষণা দেওয়া হচ্ছিল যে, বৃষ্টি হতে পারে। বিশেষকরে মঙ্গল ও বুধবার বৃষ্টির যে সম্ভাবনার কথা আবহাওয়া অফিস জানিয়েছে, সেটাই মেলায় অংশগ্রহণকারীদের জানিয়ে সতর্ক করে দেওয়া হচ্ছিল।

বইমেলার বলে কথা, বৃষ্টির চেয়ে বড় শত্রু আর আছে নাকি? বই একবার ভিজে গেলে কী দশা হয় সে আমরা সবাই কমবেশি জানি।

এই ফাঁকে চলুন দেখে নিই আবহাওয়ার পূর্বাভাস কি বলছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্র-বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের যে স্বাভাবিক লঘুচাপ সেটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

উপগ্রহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। তবে বােইরে বাতাস আছে। ফলে গরম লাগছে না, বেশ মনোরম আবহাওয়া। তবে দুপুরের পর বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। বিকেলে বজ্রপাত হতে পারে, কমবে তাপমাত্রাও। গত কয়েকদিনের মতো আজও রাতের তাপমাত্রা বেশ কমবে।

যেহেতু বৃষ্টি হতে পারে তাই সাবধানে পথ চলতে হবে। সঙ্গে ছাতা রাখতে হবে।

বৃষ্টির সম্ভাবনার দিন সবার ভালো কাটুক।

আবহাওয়া বৃষ্টি রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর