Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুঁকিপূর্ণ বাতাসের শহরে বসন্ত নেমে আসে


২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৩

অনিয়ন্ত্রিত নির্মাণকাজ, তীব্র যানজট, মেয়াদোত্তীর্ণ মোটরযান ও শিল্পকারখানা থেকে নির্গত বিষাক্ত ভারী ধাতু ধুলার সঙ্গে যোগ হচ্ছে

সেই যেদিন থেকে বসন্ত শুরু হয়েছে সেদিন থেকেই ঠান্ডা কমতে শুরু করেছে। মনে হতে পারে যে, প্রকৃতি একেবারে ক্যালেন্ডার দেখে আবহাওয়ার পরিবর্তন শুরু করেছে। মাঘ শেষ তো শীতও শেষ।

আজ সকালে লোকাল বাসে চেপে অফিসে আসছিলাম। অনেকেই পাতলা সোয়েটার পরে বেরিয়েছেন। আবার অনেকে একটু ভারি সোয়েটার গায়ে দিয়ে বেরিয়েছিলেন ঠিকই কিন্তু বাসে উঠে তা খুলে ফেলতে হয়েছে। কয়েকজনকে দেখলাম ফুলহাতা শার্ট বা কামিজ পরে হালকা ঠান্ডা সামাল দিতে চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

কারণ এখন আবহাওয়াটা এমন, সকালে ঠান্ডা, দুপুর গড়াতে না গড়াতেই গরম। ফলে সকালে যদি বাড়তি শীত পোশাক নিয়ে বের হই, দুপুরে বা ফেরার সময় সেইটা বহন করা হয় এক সমস্যা। তাই ফুলহাতা বা একটু ভারি কাপড়ের পোশাক পরে বাড়ি থেকে বের হওয়াটাই কিছুটা স্বস্তির।

অবশ্য এই শহরে স্বস্তির বলে কিছু নেই। যে নিঃশ্বাস নিয়ে মানুষ বাঁচে, সেই নিঃশ্বাসে নেওয়া বাতাসটাই যখন দূষিত তখন আর কীই বা বলার থাকে?

ধুলার এই শহরে বসন্ত নেমেছে, তার সঙ্গে নেমেছে স্মগ। মানে কুয়াশা আর ধুলা মিশে যেটা তৈরি হচ্ছে, যেটা শহরের ছবিতে একটা ভ্রম তৈরি করছে।

অ্যাকুওয়েদার জানাচ্ছে, সপ্তাহ শেষের এই দিনে ঢাকার তাপমাত্রা এখন ২০ ডিগ্রি সেলসিয়াস। সেটা বেড়ে ৩০ পর্যন্ত উঠতে পারে। রাতে কিছুটা কমে স্বস্তি দেবে মানুষকে।

তবে দিনে বা রাতে যখনই বলেন না কেন, বাতাসের মান থাকবে খারাপ। আর সেটাকে শিশু, বৃদ্ধ বা অসুস্থ মানুষের জন্য ভীষণ অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে আজ সকাল ৯টায় ঢাকার পয়েন্ট ৫২৭, যা ক্ষতির মাত্রার সর্বোচ্চ অংশে অবস্থার করছে। এই বাতাসকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বাতাস সব বয়সী, সব মানুষের জন্য ক্ষতিকর।

বিজ্ঞাপন

এই শহর, জাদুর শহর আর মায়ার শহর যাই বলেন না কেন, তার বাতাসে এখন নিঃশ্বাস নেওয়াই দায়। তবু, সর্বংসহা রাজধানীবাসী এখন সেটাও সয়ে নিয়েছেন। তাই আইনের চোখ গলে আমরাই ছুটিয়ে বেড়াই কালো ধোঁয়া বের হওয়া গাড়ি, পোড়াই বর্জ্য, পোড়াই প্লাস্টিক, করি প্রকাশ্যে ধূমপান।

যে শহরকে আমরা বিপদ ছাড়া আর কিছুই দিই না, নিজেদের বিপদে তাকে পাশে পাবো এটাই বা ভাবি কেন?

যদি কথা বলতে পারতো চারশো বছরের এই শহর, তবে নিশ্চিত এই প্রশ্ন করতো আমাদের। দুঃখের বিষয় হলো, এসব প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতাও নেই ঢাকাবাসীর।

সে যাই হোক, আমরা বরং একটু আবহাওয়ার পূর্বাভাসে চোখ ফেরাই। পূর্বাভাসে নতুন কিছু নেই। বলা হচ্ছে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।

এইতো।

এখন চলুন দূষিত বাতাসে কীভাবে বাঁচতে হয়, আমরা বরং সেটাই শিখে নিই।

ঝুঁকিপূর্ণ বাতাস টপ নিউজ হ্যাজার্ডাস

বিজ্ঞাপন

ধরা পড়লো সাইফের ওপর হামলাকারী
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২১

বকেয়া বেতন পেয়েই এমন জয় রাজশাহীর
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর