Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তোমাকে অভিবাদন প্রিয়তমা…


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৮

কবি শহীদ কাদরী প্রেমিকার উদ্দেশে লিখেছিলেন,

‘ভয় নেই
আমি এমন ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী
গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে
মার্চপাস্ট করে চলে যাবে
এবং স্যালুট করবে
কেবল তোমাকে প্রিয়তমা।…’

এমনই নাটকীয় ভালোবাসার প্রমাণ মিলল রাশিয়ায়। ভ্যালেন্টাইন’স ডেতে দেশটির এক প্লাটুন কমান্ডার তার প্রেমিকাকে পরিণয়ের প্রস্তাব দিতে হাজির করেছেন ১৬টি ট্যাংক। তুষার-শুভ্র চারদিকে টি-৭২বি৩ মডেলের আর্মি ট্যাংকগুলো সেজেছিল হৃদয়ের আকৃতিতে। এক থোকা গোলাপ হাতে নিয়ে ওই প্রেমিকা প্রস্তাবের জবাবে হ্যাঁ বলেছেন। খবর আরটির।

 

প্রেমিকা আলেক্সেন্দ্রা কোপিয়তভাকে (১৯) দেওয়া লেফটেন্যান্ট ডেনিস কাজাতসেভার (২৩) ভালোবাসার এই আবেদন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, চোখ বন্ধ করে কোপিয়তভাকে হাজির করা হয় ট্যাংকগুলোর মাঝখানে। এরপর হাঁটু-গেড়ে রীতি অনুসারে করেন ভালোবাসার নিবেদন।

যদিও এই যুগলের বিয়ে হয়েছে আরও বছর-খানেক আগে। তবে তাদের দেখা হয় কদাচিৎ। তারা থাকেন কয়েক হাজার কিলোমিটার দূরে। তাই ভালোবাসা দিবসে প্রেমিকাকে চমকে দিলেন এই রুশ সেনা।

ট্যাংক তোমাকে অভিবাদন প্রিয়তমা ভালোবাসা দিবস শহীদ কাদরী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর