Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার মতো রেসলিং বেছে নিলেন ‘দ্য রক’ কন্যা


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩১

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন সিমন জনসন। তিনি রেসলিং দুনিয়ায় দ্য রক খ্যাত ডোয়াইন জনসনের মেয়ে। এই চুক্তির মাধ্যমে চতুর্থ প্রজন্মের অ্যাথলেটদের সঙ্গে কাজ শুরু করল ডব্লিউডব্লিউই। খবর বিজনেস ইনসাইডারের।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ডব্লিউডব্লিউই জানায়, ১৮ বছরের তরুণী সিমন জনসন সুপারস্টার হওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে গেছেন। তিনি ফ্লোরিডার অরলান্ডোতে কোম্পানিটির পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন।

সিমনের এই অর্জনের পিছনে তার পরিবার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তার বাবা দ্য রক ১০ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। রকের বাবা রকি জনসন ও দাদা পেটার মেয়ভিয়া ডব্লিউডব্লিউই এর ‘হল অব ফেমে’ মর্যাদা পেয়েছেন।

সিমন টুইটারে জানান, তিনি ছোটবেলা থেকেই রেসলিং এর প্রেমে পড়েছিলেন। স্বপ্ন সত্যি করার পেছনে ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে দ্য রক তার মেয়েকে সাফল্যে অভিনন্দিত করেছেন। বলেছেন, আমাদের পরিবারকে গর্বিত করো। তবে তোমার তৈরি পথই তোমার থাকবে।

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট ডব্লিউডব্লিউই ডোয়াইন জনসন দ্য রক রেসলিং সিমন জনসন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর