Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষধর সাপ গিলেও দিব্যি সুস্থ ব্যাঙ


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৫

পৃথিবীর অন্যতম ভয়ংকর সাপগুলোর একটি ‘কোস্টাল তাইপান’। এমনই একটি সাপকে গিলে খেয়ে ফেলল অস্ট্রেলিয়ার এক সবুজ ‘ট্রি ফ্রগ’। সাপটি কয়েকবার ছোবল দিলেও ব্যাঙটির মৃত্যু হয়নি। খবর এনডিটিভির।

‘স্নেক টে অ্যাওয়ে’ এবং ‘চ্যাপেল পেস্ট কন্ট্রোল’-এর মালিক কুইন্সল্যান্ডের বাসিন্দা জ্যামি চ্যাপেল। তিনি জানান, এক ভদ্রমহিলা তাকে ফোন করে বলেন তার বাড়ির পিছনে তিনি একটি সাপ দেখতে পেয়েছেন। তাই তিনি আতঙ্কিত।

বিজ্ঞাপন

চ্যাপেল যখন ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তখন আবারও ফোন করেন সেই ভদ্রমহিলা। জানান, একটি ব্যাঙ সাপটিকে খেয়ে ফেলছে।

ঘটনাস্থলে পৌঁছে তো চ্যাপেলের চোখ ছানাবড়া। তিনি বলেন, আমি সেখানে পৌঁছতে পৌঁছতেই ব্যাঙটি সাপটিকে গিলে ফেলে। সাপটি তাকে কয়েক বার ছোবল মারলেও সে এটিকে প্রায় গলাধঃকরণ করে ফেলে।

ফেসবুকে সেই ব্যাঙ ও সাপের ছবি শেয়ার করার পরে তা ভাইরাল হয়ে যায়। চ্যাপেল জানান, ব্যাঙটি সুস্থ আছে। এটির নাম দেওয়া হয়ে ফ্যাটি।

ব্যাঙ সাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর