Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈত্যপ্রবাহ নেই, হালকা বৃষ্টির সম্ভাবনা


৯ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:১২

গতকাল মানে শনিবার কিন্তু ঢাকায় শীত বলতে গেলে ছিলোই না। মনে হচ্ছিলো, শীতকাল বুঝি শেষই হয়ে গেলো। তব আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে বাড়ির বাইরে বের হতেই ভুলটা ভাঙলো। না, এক মাঘে শীত যায়নি।

যদিও এখন ঢাকার তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস, তবে বাতাস রয়েছে বেশ। ফলে বাইরে বের হলে শীত অনুভূত হচ্ছে। আবার মেঘ-কুয়াশা কাটিয়ে সূর্যেরও দেখা পাওয়া যাচ্ছে। পূর্বাভাস বলছে, দুপুর নাগাদ ঠান্ডা কমবে। তবে রাত হলে আবার বাড়বে শীত।

বিজ্ঞাপন

গতরাতে কেবল চট্টগ্রাম ও রংপুর বিভাগ বাদে দেশের আর সব বিভাগেই হালকা বৃষ্টি হয়েছে বলে জানালেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। সেখানে ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই।

আবহাওয়া পূর্বাভাস বলছে, আজও দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশা পড়তে পারে মাঝারি ধরনের।

যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে তাই বাড়ি থেকে বের হওয়ার আগে কিছুটা সাবধান থাকা ভালো। যদি শিশুদের নিয়ে কোথাও বের হতে হয় তাহলে ছাতা অবশ্যই সঙ্গে রাখতে হবে। সেইসঙ্গে একটা ছোট তোয়ালেও, যেন কোনো কারণে শিশু ভিজে গেলে অন্তত মুছিয়ে দেওয়া যায়।

এই সময়টাতে অনেকেই সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। তাই সাবধানে চলাচল করতে হবে আর প্রচুর পানি পান করতে হবে। সেই সঙ্গে ভিটামিন সি জাতীয় ফল বা ফলের রসও পান করা যেতে পারে।

সবার দিন ভালো কাটুক।

আবহাওয়া বৃষ্টি শীত শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর