Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহায্য প্রয়োজন তোমার?


৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৪

এই ছবি দেখে যে কারও মন গলে যাবে। পানিতে কাজ করছেন বনরক্ষী। এক ওরাংওটাং হয়ত ভেবেছিল বনরক্ষী বিপদে পড়েছেন। তাই ওই ব্যক্তিকে পানি থেকে ওঠাতে হাত বাড়িয়ে দিয়েছে সে। খবর ডেইলি মেইলের।

বুর্নেও দ্বীপের সংরক্ষিত বনে ঘটেছে এই ঘটনা। ছবি তুলেছেন ইন্দোনেশিয়ার ফটোগ্রাফার অনিল প্রভাকর। অনিল জানান, তিনি তার বন্ধুদের নিয়ে বনভ্রমণে গিয়েছিলেন। তখন তার চোখে এই ঘটনা ধরা পড়ে।

ওই ব্যক্তি অনিলকে জানিয়েছেন, সাপ তাড়াতে তিনি ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করছিলেন। এমন সময় ওরাং-ওটাংটি হাত বাড়িয়ে দেয় তাকে। তবে তিনি সেই আহ্বানে সাড়া দেননি।

‘এটা বন্যপ্রাণী। এমন পরিস্থিতির সঙ্গে আমরা পরিচিত নই। আমাদের দায়িত্ব ওদের রক্ষা করা।’ বলেন ওই ব্যক্তি।

ওরাংওটাং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর