Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবল ফ্যানদের হৃদরোগ ঝুঁকি বেশি!


২৪ জানুয়ারি ২০২০ ১৬:২৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১৭:০২

স্কটিশ ফুটবলার বিল শাঙ্কলি একবার মজা করে বলেছিলেন, ‘কিছু মানুষ ভাবেন ফুটবল জীবন-মৃত্যুর ব্যাপার। আমি নিশ্চিত করে বলছি, এটা এর চেয়ে জরুরি কিছু।’

দ্য অক্সফোর্ড এর একটি সাম্প্রতিক গবেষণা আসলে এমন কিছুই ইঙ্গিত করছে। ফুটবলের ‘ডাই হার্ড’ ফ্যানরা খেলা চলাকালে এমন চাপের মধ্য দিয়ে যান, তাদের হৃদরোগ ঝুঁকি থাকে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে হেরে যায়। বাংলাদেশের ফুটবল ফ্যানদের কাছে সেটি ‘সেভেন-আপ’ ম্যাচ নামে পরিচিতি পায়। সেই ম্যাচের পর দর্শকদের ‘মুখের লালা’ পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছান গবেষকরা। ব্রাজিল সাপোর্টারদের লালায় মানসিক চাপ ও দুশ্চিন্তার হরমোন ‘কর্টিসল’ নিঃসরণের পরিমাণ বেশি পরিমাপ করা হয়। ফুটবল চলাকালীন অতিরিক্ত দুশ্চিন্তার কারণে উচ্চ-রক্তচাপ ও হৃদরোগ হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।

নারী ও পুরুষ ফ্যানরা সমানভাবেই এই ঝুঁকিতে রয়েছেন। তবে যারা নিয়মিত ফুটবল দেখে থাকেন তাদের ক্ষেত্রে চাপ কিছুটা কম।

অক্সফোর্ডের সেন্টার ফর দ্য স্টাডি অব সোশ্যাল কোহেসন ডক্টর মার্থা নিউসন বলেন, সমর্থকরা নিজেদেরকে দলের একজন ভেবেই খেলাটি সমর্থন করেন। তাই তাদেরও মানসিক উদ্বিগ্নতা বেশি থাকে।

‘সেভেন-আপ’ টপ নিউজ দর্শকের হৃদরোগ ঝুঁকি ফুটবল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর