Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু নারীদের জন্য ট্যাক্সি চালু হলো দিল্লিতে


২৪ জানুয়ারি ২০২০ ১২:০২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১২:০৬

নারীদের নিরাপত্তার জন্য দিল্লীর ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ‘বিশেষ’ ধরনের ট্যাক্সি সেবা চালু হলো। সদ্য চালু হওয়া এই ট্যাক্সিগুলোর চালক নারীরাই। আপাতত ২০ টি ট্যাক্সির জন্য ১০ নারীচালককে নিয়োগ দেওয়া হয়েছে। দিল্লী বিমানবন্দরের ১৬ নম্বর কাউন্টারের পাশেই এই ট্যাক্সি সেবা পাওয়া যাচ্ছে।

ভারতের রাজধানী দিল্লীতে শুধু নারীদের জন্য আলাদা ট্যাক্সি সেবা এই প্রথম। এনজিও আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হওয়া ট্যাক্সি সেবার নাম দেওয়া হয়েছে ‘উইমেন উইথ হুইল’। দিল্লীর ট্যাক্সি সেবা সংগঠন ‘সখা কনসালটিং উইংস’ এটি পরিচালনার দায়িত্ব নিয়েছে।

বিজ্ঞাপন

সখা কনসালটিং উইংস এর প্রধান অরবিন্দ ভদ্র জানান, শুধু নারী যাত্রীরাই এই ট্যাক্সিগুলো ব্যবহার করতে পারবেন। তবে নারীর সঙ্গে যদি কোন পুরুষ সঙ্গী থাকে তবে তিনিও এই সুবিধা পাবেন।

অরবিন্দ ভদ্র বলেন, ‘অনেক নারী বিমান থেকে নামার পর সুবিধাজনক গাড়ি পান না। আবার কেউ কেউ গভীর রাতে বিমানবন্দরে পৌঁছান। সাধারণ ট্যাক্সিগুলো নারীদের জন্য নিরাপদ না। সেখানে নারীরা চরম অনিরাপদবোধ করেন। তাই আমরা নারীচালকদের দিয়েই ট্যাক্সি সেবা চালু করেছি।’

এই সেবার অধীনে নিয়োগ পাওয়া এক নারী ট্যাক্সিচালক বলেন, ‘এই কাজের মাধ্যমে আর্থিকভাবে অনেকটা সক্ষম হতে পেরেছি। এখন মনে হচ্ছে, আমি আরও অনেককিছু করতে পারবো। স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি বলে ভালো লাগছে।’

অরবিন্দ ভদ্র বলেন, ‘এই ট্যাক্সি সেবায় নারীদের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কখনও যদি নারীচালক ও যাত্রী অনিরাপদবোধ করেন বা খারাপ পরিস্থিতিতে পড়েন তাহলে ট্যাক্সিতে থাকা বাটন চাপতে হবে। বাটন চাপলে কোম্পানির হেড অফিস ট্যাক্সির অবস্থান সম্পর্কে জানতে পারবে। কোম্পানির লোকজন মুহূর্তে ফোন দেবে চালককে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।’

বিজ্ঞাপন

আপাতত দেশটির ইনদোর, জয়পুর ও কলকাতা শহরে ২৪ ঘন্টা এই ট্যাক্সিগুলো চলবে। শহরের অন্যান্য ট্যাক্সির ভাড়া অনুযায়ী এই ট্যাক্সিগুলোর ভাড়া নির্ধারিত হবে বলে জানান অরবিন্দ ভদ্র।

দিল্লী নারীদের জন্য ট্যাক্সি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর