শীত-কুয়াশা-বাতাসের সকাল
২২ জানুয়ারি ২০২০ ০৮:৫৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১২:২৭
মাঘের শীতে বাঘ পালায়, এটা হয়তো ঢাকাবাসীর জন্য প্রযোজ্য না। কিন্তু, তারপরেও এবছর যেটুকু শীত পড়েছে তাই রাজধানীর মানুষের কাঁপাকাঁপির জন্য যথেষ্ট। এই যেমন আজকেই ধরুন না, আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় ঢাকার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। চারপাশে ঝুলে আছে কুয়াশাও। বাতাস বইছে শীতল। আর তাতেই নাক-কান ঢেকে পথ চলছেন মানুষ।
অবশ্য নাক না ঢেকে উপায় কী? যে পরিমাণ দূষিত এখন ঢাকার বাতাস!
ওদিকে দেশের বেশিরভাগ স্থানের আবহাওয়া শুষ্ক আর শীতল। আামী কয়েকদিন ঠান্ডা পড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বহে যাবে শৈত্যপ্রবাহও।
পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মেীসের যে স্বাভাবিক পশ্চিমা লঘুচাপটি রয়েঠে সেটির অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে সারাদেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে।
এই ঠান্ডায় শিশু আর বৃদ্ধদের বাড়তি যত্ন প্রয়োজন। কুসুম গরম পানির গোসল আর যথাযথ শীত পোশাক তাদের রোগ থেকে দূরে রাখতে পারে।
শীতের দিন সবার উষ্ণ কাটুক।