জেগেছে পুরনো প্রেম, হবু কনের মাকে নিয়ে ‘পালালেন’ বরের বাবা
২১ জানুয়ারি ২০২০ ১৮:০৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১২:০৮
ভারতের গুজরাটে হবু বরের বাবা ‘পালিয়েছেন’ কনের মাকে নিয়ে। এই ঘটনায় দুই পরিবার বেশ অস্বস্তিতে রয়েছে। তাদের নিখোঁজ দাবি করে থানায় হয়েছে ডায়রিও।
৪৮ বছরের ওই পুরুষ ও ৪৬ বছর বয়স্ক নারীর নাম প্রকাশ করা হয়নি। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে এলাকাবাসী। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সুরাটের কাটারগ্রাম এলাকায় থাকত দুই পরিবার। বর ও কনের বাগদানের পর গত এক বছর ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। দুই পরিবারে সবার সম্মতি ছিল এই বিয়েতে। তবে ১০ জানুয়ারি থেকে খোঁজ মিলছে না বরের বাবার। এরপরই নিখোঁজ হন কনের মাও।
বরের বাবা কাপড় ব্যবসায়ী। অল্প বয়স থেকেই কনের মা ও তার পরিচয় ছিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিয়ে হওয়ার কথা ছিল তাদের ছেলে ও মেয়ের।
তাদের এক আত্মীয় বলেন, তারা একই এলাকা থাকত। দুজন দুজনকে চিনত। পালানোর পর তাদের কয়েকজন বন্ধু ওদের আগের সম্পর্কের কথা জানায়।