Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের বিরুদ্ধে আবারও পথে নামলেন যুক্তরাষ্ট্রের নারীরা


১৯ জানুয়ারি ২০২০ ১৩:৫১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৪:০৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের শাসনের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের নারীরা চতুর্থবারের মতো রাস্তায় নেমেছেন। শনিবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সড়কে ‘উইমেন মার্চ বা নারী পদযাত্রা ২০২০’ এ অংশ নেন হাজারও নারী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টির লক্ষ্যেই নারীদের এই প্রতিবাদ। তবে, শুধু নারীরাই নয়, মিছিলে তাদের সঙ্গে ছিলেন সমমনা পুরুষরাও।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারীবিদ্বেষী বিভিন্ন মন্তব্য, যৌন নিপীড়নমূলক ভাষা ব্যবহার ও নারীদের খাটো করে দেখার প্রবণতার বিরোধিতা করছেন এই নারীরা। তাদের দাবি, ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভেযোগ পাওয়া গেছে, যা অতীতে আর কোন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ছিল না। ট্রাম্প সরকারের আমলেই নারীরা সবচেয়ে অনিরাপদে দিন কাটাচ্ছে।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন নারীরা। উইমেন মার্চ পরিচালনা পর্ষদের একজন সদস্য বলেন, ‘ট্রাম্প ক্ষমতায় থাকলে এই দেশের নারীদের ক্ষমতায়ন হবে না। কারণ ট্রাম্প সরকার নারীবান্ধব নয়।’

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় শহর পোর্টল্যান্ড থেকে আন্দোলনে যোগ দিয়েছেন রাইলা রাওকে। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের প্রচারনা কাজে বাধা সৃষ্টি করতে নির্বাচনের আগে আমরা রাস্তায় নেমেছি। জনগণের সামনে তার সত্যিকার ভাবমূর্তি উন্মোচন হোক এটাই আমাদের চাওয়া। এই সরকার দেখুক, নারীরা চুপ করে থাকে না, তারা অন্যায়ের প্রতিবাদ জানাতে পারে।’

বিজ্ঞাপন

ট্রাম্পবিরোধী নারী প্রতিবাদ ‘উইমেন মার্চ’ শুরু হয় ২০১৭ সালে। ডোনাল্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পর যুক্তরাষ্ট্রের নারীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। প্রায় দুই লাখ নারীর সেই মিছিলে ট্রাম্পকে দেওয়া হয়েছিল প্রত্যাখান বার্তা। ঘটনার চতুর্থ বর্ষপূর্তিতে আবারও নারীরা ট্রাম্প সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।

রাসেল রায়ান নিউইয়র্কের অধিবাসী। উইমেন মার্চে অংশ নেওয়ার পর টুইটারের এক বার্তায় তিনি বলেন, ‘ট্রাম্প সরকার এই দেশের যোগ্য নয়। আমরা চারবছর ধরে আন্দোলন করছি। তার শাসন প্রতিহত করাই আমাদের লক্ষ্য।’

উইমেন মার্চে অংশ নেওয়া নারীরা নিজেদের অধিকারের বিষয়গুলো সামনে নিয়ে আসেন। নারী-পুরুষের বেতন সমতা, মাতৃত্বকালীন ছুটির নীতিমালা পরিবর্তনের ব্যাপারেও দাবি জানান তারা। আন্দোলনের আসা একজন নারী লিন্ডা ওয়েব নারীদের সমতার দাবি জানিয়ে বলেন, ‘ট্রাম্প সরকার নারীদের অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছি। ভবিষ্যতে নারীদের যেন বৈষম্যের শিকার হতে না হয় সেজন্য এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উইমেন মার্চ ট্রাম্পবিরোধী নারীদের প্রতিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর