Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে দু’টি শৈত্যপ্রবাহ, রাতে কমবে ৩ ডিগ্রি সেলসিয়াস


৪ জানুয়ারি ২০২০ ১৮:৪৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ০৯:০৩

ঢাকা: ঠান্ডার তীব্রতা কিছুটা কমে আসায় মনে হতে পারে চলে গেল শীত। আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, এখনই যাচ্ছে না, জানুয়ারি জুড়েই থাকবে শীতের দাপট। রাতেই তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

শুধু তাই নয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাসে জানা গেছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ বলেছেন, জানুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দু’টি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

এসময় দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে। কোনো কোনো দিন এই পরিস্থিতি দুপুর পর্যন্ত থাকতে পারে।

জানুয়ারিতে স্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হচ্ছে। সূর্য কিরণ পাওয়া যাবে প্রতিদিন ৬ ঘণ্টা থেকে ৭ ঘণ্টা। গড় বাষ্পীভবন হবে ২ দশমিক ২৫ থেকে ৩ দশমিক ২৫ মি.মি.।

যেমন ছিল ডিসেম্বর

গত বছরের ডিসেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৪৩ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা বিভাগে স্বভাবিক এবং বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৪ থেকে ১৫ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এছাড়া পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ু প্রবাহের সংমিশ্রণে ২৬ থেকে ২৭ ডিসেম্বর খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।

বিজ্ঞাপন

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে ১৯ ও ২০ ডিসেম্বর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করায় ২৫ থেকে ৩১ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। সে সময় দেশের তাপমাত্রা সবচেয়ে নেমে যায় তেঁতুলিয়ায়, ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ডিসেম্বর জুড়ে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

টপ নিউজ শীত শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর