Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীত-বৃষ্টির দিন


৪ জানুয়ারি ২০২০ ০৫:৩৯

শীতের দিনে সকালে রোদ উঠলে খুবই আরাম লাগে। কিন্তু সেই আরাম হারাম হয়ে যায় যদি ঘুম ভেঙে দেখতে পান বৃষ্টি হচ্ছে।

শুক্রবারটাও তেমন গেছে। ঝমঝমে বৃষ্টি হলেও নাহয় মানা যায়। এই প্যাচপ্যাচে বৃষ্টি উল্টো পথঘাটে কাদা তৈরি করেছে। শুক্রবার কত দাওয়াত-টাওয়াত থাকে, শীতের রাতে দাওয়াত মানে ভারি সাজ আর সঙ্গে মিলিয়ে শাড়ি।

সেই সাজগোজ যদি বৃষ্টির জলে ভেসে যায় তাহলে কারই বা ভালো লাগে?

কিন্তু প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তো আর পারা যাবে না, তাই যত দ্রুত মেনে নেওয়া যায় ততই ভালো। এই যেমন, এখন মেনে নিন যে শনিবারও বৃষ্টি হতে পারে। যাদের সকালে অফিস যেতে হবে তাদের বৃষ্টি বাঁচিয়েই পথ চলতে হবে। আবার ঠান্ডার জন্য রাখতে হবে ভারী কাপড়ও।

কে ভেবেছিল যে পৌষের শেষ ভাগটা এমন বৃষ্টিভেজা হবে? কিন্তু হয়েছে যখন তখন বরং তাকেই উপভোগ করি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, র্পবালী লঘুচাপের বর্ধিত অংশ প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে রয়েছে। মৌসুমের যে স্বাভাবিক লঘুচাপ সেটা্ও রয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গোপসাগরে। এসবের প্রভাবে দেশের বিভিন্নস্থানে শনিবারও বৃষ্টি হবে। কোথাও কোথাও তো বজ্রবৃষ্টির শঙ্কাও রয়েছে।

অ্যাকুওয়েদার জানাচ্ছে, এই ভোরবেলা ঢাকার তাপমাত্রা ১৭ ডিগ্রি, আকাশে মেঘ। বৃষ্টিও হচ্ছে কিছুক্ষণ পরপর। কাল দিনের বেলা রোদ উঠবে, তবে মেঘের দেখাও মিলবে। রাতে আবান নামবে বৃষ্টি।

আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, সারাদেশে সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে একেবারে অঝোরে যে ঝরবে তেমন নয়। থেমে থেমে বৃষ্টি হবে। কমতে থাকবে দিন ও রাতের তাপমাত্রা।

অন্যদিকে, বৃষ্টির ভোগান্তি শেষ হতে না হতেই হানা দিতে পারে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। মানে শীত আবারও জাঁকিয়ে বসার পাঁয়তারা করছে। মূলত মঙ্গলবার থেকেই শৈত্যপ্রবাহের বয়ে যাওয়ার কথা। এখন দেখা যাক, পূর্বাভাস কতটুকু মেলে।

বিজ্ঞাপন

আপাতত, আমরা বৃষ্টি থেকে বাঁচার পরিকল্পনা করি, মঙ্গলবার থেকে নাহয় শীত থেকে বাঁচতেও কাজ করা যাবে।

শীত-বৃষ্টির দিন সবার ভালো কাটুক।

টপ নিউজ বৃষ্টি শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর