Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশবান্ধব এক ডাচ শহর


২৭ ডিসেম্বর ২০১৯ ২১:০৩

নেদারল্যান্ডসের একটি শহরের ৩১৬টি বাসস্টপকে মৌমাছির চারণক্ষেত্র হিসেবে গড়ে তুলেছে কর্তৃপক্ষ। ওই বিশেষ বাসস্টপগুলোর ছাদে এবং আশেপাশে লাগানো হয়েছে মৌমাছিকে আকর্ষণ করে এমন কিছু গাছ। শহরের জীববৈচিত্র রক্ষার তাগিদ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেমন্তের বাগান শোভাবর্ধনকারী গাছে গাছে ছেয়ে গেছে বাসস্টপগুলো।

শুধুমাত্র যে মৌমাছির কথা বিবেচনায় রেখে এমন বাসস্টপ বানানো হয়েছে তা নয়। ওই গাছগুলো প্রচুর পরিমাণ ধুলা এবং বৃষ্টির পানি নিজের ভেতর ধরে রাখতে পারে। যা ওই শহরের বায়ু দূষন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

বিজ্ঞাপন

২০২৮ সালের মধ্যে পরিবেশবান্ধব পরিবহন সেবা চালু করা হবে। তার অংশ হিসেবে রাস্তায় নামার অপেক্ষায় রয়েছে ৫৫টি নতুন ইলেক্ট্রিক বাস। ওই বাসগুলো জ্বালানি সংগ্রহের জন্য নির্ভর করবে নেদারল্যান্দসের বায়ু বিদ্যুৎকেন্দ্রের ওপর।

এছাড়াও, ওই শহরের অধিবাসীদের ছাদবাগান করার জন্য বিশেষ অর্থনৈতিক সুবিধা চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। তাদের লক্ষ্য শহরের সব বাড়ির ছাদ যেনো সবুজ ছাদে পরিণত হয়।

নেদারল্যান্ডস পরিবেশবান্ধব বাড়ির ছাঁদ বাসস্টপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর