Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোগ বালাইয়ের পোয়াবারো দিন


১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৭:২৫

মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর

দেখতে দেখতে ফাগুনের সপ্তম দিন এসে গেল। যদিও কুয়াশা সেটা এখনও মানতে রাজি না। মাঝেমধ্যেই তাকে দেখা যাচ্ছে এদিকে দিকে ভেসে বেড়াতে। অধিকারবোধ ছাড়া খুব সহজ কথাও নয়!

শীত ও গ্রীষ্মের মাঝের এই ঋতুর দিনের দখল গরমের। তাপমাত্রা হু হু করে বাড়ে। আজকে বেড়ে হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এটা শুধু কথার কথা। আসলে এতো গরম লাগবে যে মনে হবে তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এ তো গেলো গরমের কথা, সূর্য যখন ৫টা ৫৬তে ডুবে যাবে তখন হু হু করে তাপমাত্রা কমতে থাকবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে মনে হবে যেন শীতকালেই আছি। বসন্ত যেন যায়নি!

এরকম না শীত না গরমের দিনে সবচেয়ে মজা হয় রোগ বালাইয়ের। তার উপর তো আছেই ধুলা। সব মিলিয়ে বেচারা ফুসফুস খুব চাপে থাকে। তাই ঠাণ্ডা, কাশি, জ্বর এগুলা লেগেই থাকে।

এ সবের ওপরে আবার আছে বাতাস। বসন্ত বাতাস আজ ৯ কিলোমিটার প্রতি ঘণ্টায় উড়ে উড়ে ধুলো ময়লা আমাদের নাকে মুখে ঢুকাবে। ভালো হয় একটা মাস্ক মুখে লাগিয়ে ঘুরলে। কিছুটা তো আরাম পাওয়া যাবে!

আজকেও অন্য দিনের মতো শুষ্ক একটা দিন। এদিকে আকাশে মেঘ থাকলেও বৃষ্টির নাম গন্ধ নেই। এমন দিনে রোগ আসবে না তো আসবে কী?

তবুও ভালো যে গরম সহনীয় মাত্রায় আছে। ঘামও হচ্ছে কম। এই ভেবেই আপাতত মনকে সান্ত্বনা দেওয়া যাক!

শুভ হোক আপনাদের সোমবার দিনটি।

শুভ সকাল!

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর