ইউটিউবে শিশুর আয় ২২০ কোটি টাকা! (ভিডিও)
২০ ডিসেম্বর ২০১৯ ১১:৪২ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১১:৪৬
আট বছরের শিশু ইউটিউবার রায়ান কাজি। ইউটিউবে খেলনা দেখিয়ে সে জনপ্রিয়তা পেতে শুরু করে। এটুকু শিশুর ইউটিউব চ্যানেলে সাবসস্ক্রাইবার সংখ্যা ২ কোটি ২৯ লাখের বেশি। চলতি বছর সে ইউটিউবারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ কামিয়েছে। বাংলাদেশি অর্থে যা ২ শ ২০ কোটি টাকার বেশি। খবর সিএনএনের।
চলতি বছর সবচেয়ে আয়করা ইউটিউবারদের তালিকা প্রকাশিত হয়েছে। এতে শীর্ষ ১০ জনের আয়ের পরিমাণ ১৩ শ কোটি টাকারও বেশি। ১ জুন ২০১৮ থেকে ১ জুন ২০১৯ পর্যন্ত এই হিসেবে করা হয়েছে।
রায়ান কাজির আয় গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ৩৩ কোটি টাকা। ২০১৫ সালে রায়ানের মা-বাবা তার নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন, নাম দেন Ryan’s World। চ্যানেলটি দ্রুত জনপ্রিয়তা পায়।
প্রসঙ্গত, ইউটিউব ঘোষণা করেছে, আগামী বছর থেকে শিশুদের চ্যানেলে তারা ব্যক্তিগত বিজ্ঞাপন দেখাবে না। শিশুদের উদ্দেশ্যমূলকভাবে বিজ্ঞাপন দেখিয়ে ক্ষতিপূরণ দেওয়ার পর গুগল এই সিদ্ধান্ত নেয়।