পেঁয়াজের মালা দিয়েই বিয়ে সারলেন বর-কনে
১৮ ডিসেম্বর ২০১৯ ২২:৩৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১১:৫২
পেঁয়াজের দাম হু হু করে বেড়েছে ভারত ও বাংলাদেশে। উপহার হিসেবে বা গাড়ি ভাড়া হিসেবে পেঁয়াজ ব্যবহারের খবর রটেছে। এবার তো ভারতে এক যুগল পেঁয়াজ-রসুনের মালা বদল করেই সারলেন বিয়ের কাজ। খবর এনডিটিভির।
উত্তরপ্রদেশের বারানসিতে ঘটেছে এই ঘটনা। ফুলের মালার সাথে পেঁয়াজ-রসুনের মালাও ছিল এক বিয়ের আয়োজনে। ঘটনার শেষ এখানেই নয়। বর-কনেকে ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ উপহার দিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। সামনের দিনে পেঁয়াজের অভাবে তাদের মধুর দাম্পত্য জীবন যাতে তেতো না হয়ে ওঠে!
এ খবর শুনে সমাজবাদী পার্টির নেতা কমল পাটেল বলেন, সোনার বদলে এখন মানুষ পেঁয়াজ কিনে জমাতে পারলে বেঁচে যায়। ফলে, বিয়েতেও উপহার হিসেবে বা মালায় জায়গা করে নিচ্ছে পেঁয়াজ।
দলটির আরেক নেতা সত্যপ্রকাশের দাবি, পেঁয়াজের এই অস্বাভাবিক দামের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানালেন দম্পতি। সমাজকে বার্তা দিলেন, যা হচ্ছে ঠিক হচ্ছে না। এভাবে মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া ঠিক নয়।