Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিখুশি সূর্যের দিনে


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৯

মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর 

ফাল্গুনের আজ ষষ্ঠ দিবস। আলো ঝলমল করে উঠেছে বসন্তের এই দিনটি। আকাশে ৩১ শতাংশ মেঘের পরিমাণ বলে দিচ্ছে আজ দিনটি রৌদ্রজ্জ্বল ভাবেই পার হবে।

আচ্ছা সূর্যের একটা বিষয় লক্ষ্য করেছেন কি? সূর্য কিন্তু ইদানীং খুব আর্লি রাইজার হয়ে যাচ্ছে, আজকে যেমন ৬টা ৩০ এ উঠেছে, ডুববেও একটু দেরিতে ৫টা ৫৫তে। এর মাঝের সময়টা আমাদের দুনিয়া ভাসিয়ে দেয় আলোতে।

বাতাসে আজ আর্দ্রতা সর্বনিম্ন ৩২ শতাংশ। তার উপর আছে ১১ কিলোমিটার বেগে বাতাস। আর মেঘ নেই তা তো বললামই, দিন দুনিয়া রোদের আলোতে উদ্ভাসিত হয়ে উঠলেও ত্বকের জন্য দিনটা একটু ঝুঁকিপূর্ণ। দুপুর ১২টার দিকে অতিবেগুনী রশ্মির মাত্রা থাকবে ৬। এটাই সর্বোচ্চ। কয়েক মিনিটেই ত্বকের একদম খবর হয়ে যাবে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের দিকে বেশ শীত শীত লাগবে ১৭ ডিগ্রি তে নেমে যাবে যে।

সূর্যের এমন হাসিখুশি দিনের সবচেয়ে ভালো কথা হচ্ছে আজকের দিনে কোনোভাবেই বৃষ্টি হবে না, উহু, আকাশে বৃষ্টি হওয়ার মতো মেঘই নেই।

এই সুযোগে আমরা সূর্যের আলোকে খুব করে ব্যবহার করতে পারি। যেমন আলমারির উপরের তাকে থাকা জামা কাপড়গুলো আজকে খুব করে রোদে শুকাতে দিতে পারি। কড়া রোদে জামার কাপড়ের জমা সব জীবাণু মারা যাবে। আর আর্দ্রতা জমলে তাও শুকিয়ে দিবে।

রৌদ্রজ্জ্বল এই ফাগুন বেলা কাটুক খুব ভালো।

শুভ সকাল!

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর