Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার


২৬ নভেম্বর ২০১৯ ১৫:৫৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৫:৫৭

ঢাকা: হিজরি ১৪৪১ সনের রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে আগামীকাল বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে জানাতে অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো যাবে।

এছাড়া টেলিফোনে (৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭) বা ফ্যাক্সের মাধ্যমে (৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১) জানানো যাবে।

রবিউস সানি