চোখ বুজেই রুবিক’স কিউব মেলাল ৬ বছরের শিশু
২৪ নভেম্বর ২০১৯ ১৮:২৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৮:৩৩
রুবিক’স কিউব মেলানোর কথা ভাবলেই অনেকের ঘাম ঝড়ে যায়। আর চোখ বুজে এ কাজটি করা মোটেও চাট্টিখানি বিষয় নয়। তবে চেন্নাইয়ের ৬ বছরের শিশু সারাহ তা করে দেখিয়েছে। তাও মাত্র ২ মিনিট ৭ সেকেন্ডে। খবর হিন্দুস্থান টাইমসের।
শুক্রবার (২২ নভেম্বর) সারাহ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখানের চেষ্টা করে। তার লক্ষ্য ছিল ২ মিনেটে রুবিক’স কিউব (২*২) মেলানো। এসময় সারাহর চোখ বাঁধা ছিল।
সারাহর বাবা চার্লস জানান, খুব ছোট বয়সেই মেয়েকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যেই সারাহর অন্য বিশ্বরেকর্ড রয়েছে। সে বিভিন্ন ধরনের রুবিক’স কিউব মেলাতে সক্ষম।
সারাহ জানায়, গিনেজ কর্তৃপক্ষের এ আয়োজনে অংশ নিতে পেরে সেও বেশ খুশি।
রুবিক’স কিউবকে আগে ডাকা হতো ম্যাজিক কিউব নামে। হাঙ্গেরিয়ান স্থপতি প্রফেসর ইরনো রুবিক ১৯৭৪ সালে এটি আবিষ্কার করেন।