একটু জিরানোর দিন
১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৯:০৯
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি পেরিয়ে আজ আমাদের প্রিয় শুক্রবার। ফাল্গুনের চতুর্থ দিনে আজকে সূর্য উঠেছে ৬টা ৩১এ। কী সুন্দর নরম আলো এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে সে!
শুক্রবার হওয়ার কারণে অনেকের এখনও বিছানা থেকে উঠাই হয় নাই, তবে কেউ কেউ এতক্ষণে তাজা তাজা বাজার গুছিয়ে ফেলেছেন। হুম আজকে তো ভালো মন্দ কিছু খাওয়া চাই!
ভালোমন্দ কিছু খাওয়ার এ দিনে মনে রাখতে হবে আজকে পানি খেতে হবে অনেক অনেক বেশি কারণ বাতাসের আর্দ্রতা আজ অনেক কম ২৭ শতাংশ। এর প্রভাব তো ত্বকে পরবে পরিপাক তন্ত্র পরবে। পানি কম খাওয়া হলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। পেট যদি পরিষ্কার না হয় তাহলে শরীরে আরও অনেক রকমের সমস্যা হতে পারে।
আজকের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। আর ১১ কিলোমিটার বেগে বসন্ত বাতাস তো আছেই। আকাশে মেঘও নেই তেমন। মাত্র ২৩-৩১ শতাংশ। সব মিলিয়ে বেশ উপভোগ্য তাপমাত্রা।
ঢাকায় আজ অনেক অনেক অনুষ্ঠান। বই মেলা চলছে, শিল্পকলাতেও অনুষ্ঠান আছে। একদম যদি কিছুতে মন না বসে আজকে মঞ্চে একটা নাটক তো দেখেই ফেলা যায়। দারুণ বিশ্রামে কাটুক আজকের দিনটা।
শুভ সকাল
সারাবাংলা/এমএ