৩৪ হাজার ফুট ওপরে স্বপ্নের বিয়ে!
২২ নভেম্বর ২০১৯ ১৩:৪০ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ১৬:৩১
বিমানে ভ্রমণ করতে ভালোবাসেন অস্ট্রেলিয়ার ডেভিড ভ্যালিয়েন্ট ও নিউজিল্যান্ডের ক্যাথি ভ্যালিয়েন্ট। তাদের পরিচয়ও হয়েছিল অনলাইনে ‘এয়ারপোর্ট সিটি’ গেম খেলতে গিয়ে। এই যুগল সিদ্ধান্ত নেন তাদের বিয়েটা হবে উড়ন্ত বিমানে। তাদের স্বপ্ন পূরণ করেছে অস্ট্রেলিয়ার জেটস্টার এয়ারওয়েজ। খবর এনডিটিভির।
২০১১ সালে অনলাইনে পরিচয় হওয়ার দুবছর পর প্রথম দেখা হয় ডেভিড ও ক্যাথির। ক্যাথি বলেন, বিমানের প্রতি ভালোবাসা আমাদের মিলিত করেছে। আমরা এক বছর চ্যাট হয়। পরে তার জন্মদিনে তাকে ফোন করি। তখন থেকেই শুরু।
জেটস্টার জানায়, তারা সিদ্ধান্ত নেন উড়ন্ত বিমানে বন্ধনে আবদ্ধ হবেন। তারা এ ব্যাপারে প্রস্তাব দিলে আমরা রাজি হই।
বিমানের কর্মী রবিন হোল্ট তাসমান সাগরের ৩৪ হাজার ফুট ওপরে এই যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুদেশের মাঝখানে হয় বিয়ে।
জেটস্টার এয়ারওয়েজ এই বিয়ের ভিডিও তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে।