শুল্ক গোয়েন্দার হানা, কলকাতায় টাকার বৃষ্টি! (ভিডিও)
২১ নভেম্বর ২০১৯ ১০:১৮ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১১:২২
দালানের নিজে যারা ছিলেন তারা বিষয়টা বুঝে উঠতে পারছিলেন না। আকাশ থেকে পড়ছে ১০০, ৫০০ ও ২০০০ রুপির নোট ও বান্ডিল। সহজ করে বললে টাকার বৃষ্টি!
#WATCH Bundles of currency notes were thrown from a building at Bentinck Street in Kolkata during a search at office of Hoque Merchantile Pvt Ltd by DRI officials earlier today. pic.twitter.com/m5PLEqzVwS
— ANI (@ANI) November 20, 2019
রাশি রাশি এসব টাকার ঘটনা কিন্তু মোটেই কাকতালীয় নয়। কলকাতার ২৭ নং ব্যান্টিংক স্ট্রিটের এক ব্যবসায়িক ভবনে হানা দেয় ভারতের শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। ভবনের একটি ফ্লোরে ছিল একটি এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানির অফিস। গোয়েন্দাদের আগমন আঁচ করতে পেরে জানালা দিয়ে ফেলে হচ্ছিল সব ‘অবৈধ’ টাকা।
এসব টাকা পড়তে দেখে নিচে থাকা সাধারণ মানুষ অবাক হয়ে যান। অনেকে টাকা পকেটে পুড়তে থাকেন। কেউ কেউ করছিলেন ভিডিও। সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে শুল্ক গোয়েন্দারা এখনো এ বিষয়ে বিস্তারিত জানায়নি।