বাড়ি পাহারায় সিংহ!
১৯ নভেম্বর ২০১৯ ১৮:৪৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৮:৪৫
নাইজেরিয়ার লাগোসে বাড়ি পাহারা দিতে এক সিংহকে ব্যবহার করছিলেন বাড়ির মালিক। তবে ওই বাড়ির বিপরীতে স্কুল থাকায় হয় বিপত্তি। অভিভাবকরা সন্তানের নিরাপত্তার কথা ভেবে চিন্তিত হয়ে পড়েন। খবর বিবিসির।
বাধ্য হয়ে দেশটির বিশেষ টাস্কফোর্স বাড়ির মালিককে নির্দেশ দেন, সিংহটি সরিয়ে নেওয়ার জন্য রিপোর্ট করতে, না হলে তাকে জেলে পুরা হবে।
সোমবার (১৮ নভেম্বর) দুই বছর বয়সী ওই বাঘটিকে অচেতন করে বোগজিই ওমো চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।
ধারণা করা হয় দুই মাস আগে সিংহটিকে ওই ভবনে আনা হয়েছিল।