মদ্যপ স্বামী-স্ত্রী গভীর ঘুমে, কয়েল থেকে লাগা আগুনে পুড়ে মৃত্যু
১৭ নভেম্বর ২০১৯ ১৫:৪৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ১৫:৫৪
ভারতের উত্তরপ্রদেশের বারেইল্লিতে আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির করুণ মৃত্যু হয়েছে। রাতে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন তখন মশার কয়েল থেকে তাদের কম্বলে আগুন লেগে যায়। আগুনে পুড়ে মারা যান তারা। পুলিশ জানিয়েছে, মদ্যপ থাকায় তাদের চেতনা ছিল না। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শুক্রবার (১৫ নভেম্বর) রাজ্যটির শুভাশনগরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, পাপ্পু ও তার স্ত্রী রজনী এক বছর ধরেই এক রুমের ওই ঘরে বাসা ভাড়া নিয়ে থাকছেন। তাদের একমাত্র ছেলে মুকেশের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। পাপ্পু পেশায় রিকশাচালক। এই দম্পতি প্রায় মদ খেয়ে মাতাল হয়ে থাকতেন বলে জানিয়েছে বাড়ির মালিক।
শুভাশগর পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, তারা বানসি নাগলার ওই কলোনি থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন। আগুন নেভানো হলেও ওই দম্পতিকে বাঁচানো যায়নি। তাদের সঙ্গে কারও শত্রুতাও নেই। ভেতর থেকে দরজা আটকানো ছিল।