Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেখা মিলল মানুষমুখো মাছের (ভিডিও)


১৫ নভেম্বর ২০১৯ ১৩:২৬

চীনের নদীতে দেখা মিলেছে অদ্ভুত আকৃতির এক মাছের। এটির মুখমণ্ডল দেখতে অবিকল মানুষের মতো। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। মাছটির কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিস্ময় প্রকাশ পায়। খবর এনডিটিভির।

https://twitter.com/Unexplained/status/1192886685434023938?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1192886685434023938%7Ctwgr%5E363937393b636f6e74726f6c&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fbengali%2Fviral-video-strange-fish-china-human-like-face-fish-spotted-in-river-people-scared-2130584

চীনের মিয়াও গ্রামের একটি নদীতে এই বিরল মাছের দেখা মেলে। এক নারী ওই ভিডিওটি করেন। দেখা যায় মানুষমুখো ওই মাছটি নদীর পাড়ের দিকে এগিয়ে আসছে।

মাছটিকে কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে মাছের নাক, দুই চোখ এবং মুখের অংশ অনেকখানি মানুষের মতোই দেখতে। মৎস বিশারদরা এটিকে কার্প জাতীয় মাছ বলে চিহ্নিত করেছেন।

চীন মানুষমুখো মাছ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর