Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিনল্যান্ডে ‘বরফ ডিম্ব’!


৮ নভেম্বর ২০১৯ ০৪:২৯ | আপডেট: ৮ নভেম্বর ২০১৯ ১২:৫২

এক অত্যাশ্চর্য ঘটনার মুখোমুখি হয়েছে ফিনল্যান্ডের হাইলুতু আইল্যান্ড। ডিমের মতো দেখতে ছোট বড় অসংখ্য গোলাকার বরফ পিণ্ড পড়ে আছে সমুদ্র সৈকতে। প্রকৃতিতে এমন ঘটনা খুব কমই চোখে পড়ে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

কাছেরই শহর ওলুর বাসিন্দা ম্যাতিলা জানান, তিনি পূর্বে কখনো এমনটি দেখেননি।

‘আমি আমার স্ত্রীর সঙ্গে মারজিয়ানমি বিচে ছিলাম। সবকিছু ছিল রৌদ্রজ্জ্বল, ৩২ ডিগ্রি ফারহেনহাইটের মতো। তবে বাতাস ছিল প্রচুর। সেখানে আমরা এই অদ্ভুত ঘটনা পর্যবেক্ষণ করি। সৈকতের কাছেই তুষার ও বরফ ডিম্বগুলো দেখতে পাই,’ বলেন তিনি।

ম্যাতিলা আরও বলেন, প্রায় ১০০ ফুট জায়গা জুড়ে বরফগুলো ছিল। আকারে ডিমের মতো থেকে ফুটবলের মতো। অসধারণ দেখাচ্ছিল। আমি ২৫ বছর ধরে এখানে আছি। আগে কখনো এমনটা দেখিনি। ক্যামেরা থাকায় আমি সেসবের ছবি তুলি।

বিবিসির আবহাওয়া বিশেষজ্ঞ জর্জ গুডফেলো জানান, বরফের এ ধরনের গঠনের জন্য ঠান্ডা আবহাওয়া ও ঝড়ো বাতাস প্রয়োজন। বড় বড় বরফের টুকরো ভেঙে এরকম হয়।

এর আগে রাশিয়া ও লেক মিশিগানে এমনটা দেখা গিয়েছে।

ফিনল্যান্ড বরফ ডিম্ব