প্যারিসের রাস্তায় বাঘ, অতঃপর…
২৫ নভেম্বর ২০১৭ ০৮:২১ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ১০:২৯
সারাবাংলা ডেস্ক
ভ্রমণপিপাসুদের কাছে প্যারিস বেশ জনপ্রিয় স্থান। প্যারিসের রাস্তায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়ত। ভাবুন তো পথে যদি দেখেন বাঘ আপনার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে কেমন হবে? অনেকটা সেটাই ঘটেছে গতকাল প্যারিসের ফিফটিনথ ডিসট্রিক্টে। প্যারিসের রাস্তায় ঘুরে বেড়িয়েছে বাঘ। তবে ভয়ের কারণ নেই। কারো কোন ক্ষতি করার আগেই বাঘটিকে গুলি করে মেরে ফেলা হয়েছে।
জানা যায়, বোরমান সার্কাস নামের একটি সার্কাস দল কয়েকদিন আগেই প্যারিসে এসেছে। আগামী ৩ ডিসেম্বর থেকে তাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই ঘটে এই অনাকাঙ্খিত ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইফেল টাওয়ারের দক্ষিণে রাস্তায় বাঘ দেখে তারা জরুরি বিভাগে খবর দেয়। কারো ক্ষতি হবার আগেই সার্কাসের লোকজন শটগানের গুলি দিয়ে বাঘটিকে হত্যা করে।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, বাঘটি ছিল বিশালাকৃতির। আমরা দুই-তিন রাউন্ড গুলির শব্দ শুনি। এরপর দেখতে পেলাম পুলিশ একটি ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনাটির অনুসন্ধানে নেমেছে পুলিশ। ইতোমধ্যে সার্কাস দলের প্রধানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।