Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবচেয়ে বেশি চাঁদের খেতাব এখন শনির দখলে


৮ অক্টোবর ২০১৯ ২০:০১ | আপডেট: ৮ অক্টোবর ২০১৯ ২০:৪৩

বিজ্ঞানীরা শনি গ্রহের আরও ২০টি নতুন চাঁদ আবিষ্কার করেছেন। তাই সর্বমোট ৮২টি চাঁদ নিয়ে এই হিসেবে শনির অবস্থান শীর্ষে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী জুপিটারের চাঁদ সংখ্যা ৭৯টি। খবর ইন্ডিয়া টুডের।

জ্যোতির্বিজ্ঞানী স্কট শেপার্ড বলেন, ‘মুন কিং’ হিসেবে শনি গ্রহকে নতুন করে পরিচিতি করা বেশ মজার ব্যাপার।

তবে সবচেয়ে বড় চাঁদটি এখনো সর্ববৃহৎ গ্রহ জুপিটারের দখলে। গেনেমেডে আকারে প্রায় পৃথিবীর অর্ধেক। অপরদিকে শনির নতুন ২০টি গ্রহ খুব বড় নয়। মাত্র ৫ কিলোমিটার ব্যাসের।

স্কট শেপার্ড ও তার বিজ্ঞানীরা পুরো গ্রীষ্মজুড়ে হাওয়াই অঞ্চলে টেলিস্কোপ স্থাপন করে নতুন চাঁদগুলো খুঁজে পান। আরও ছোট ছোট অনেক চাঁদ খুঁজে পাওয়া যেতে পারে বলেও জানান স্কট।

জ্যোতির্বিজ্ঞানীরা ইতোমধ্যে শনিকে কেন্দ্র করে থাকা ৫ কিলোমিটারের ব্যাসের চাঁদগুলো আবিষ্কার করেছে। এরচেয়ে ছোট চাঁদগুলো খুঁজে পেতে আরও বড় সক্ষমতার টেলিস্কোপ প্রয়োজন হবে।

চাঁদের সংখ্যা শনি গ্রহ