Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯/১১ তারিখে-রাত ৯টা ১১ মিনিটে শিশুর জন্ম, ওজন ৯ পাউন্ড ১১ আউন্স


১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৯

যারা সংখ্যাতত্ত্ব সম্পর্কে টুকটাক জানেন, তারা হয়ত ধারণা করতে পারবেন শিশুটির জন্মে গণিতের এই অদ্ভুত মিলের কারণ!

যুক্তরাষ্ট্রের টেনেসির জার্মান টাউনে এক মা জন্ম দিয়েছেন কন্যা সন্তান। মেথডস্টি লেনবনহার হসপিটালে জন্ম নেওয়া সেই শিশুর জন্ম সেপ্টেম্বরের এগারো তারিখে, যেটি ৯/১১’র হামলা-শোকের জন্য পরিচিত। শিশুটির জন্ম সময় রাত ৯টা ১১ মিনিটে। আর কাকতাল এতেই শেষ নয়, শিশুর ওজনও ৯ পাউন্ড ১১ আউন্স।

বিজ্ঞাপন

ক্রিশ্চিনা ব্রাউন নামে শিশুটিকে ডাকা হচ্ছে মিরাকল বেবি নামে। শিশুটির মা কেমেত্রুনি মোর-ব্রাউন তার মেয়ের জন্ম নিয়ে বলেন, ধ্বংসের মাঝে ও নতুন প্রাণ।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯/১১) মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের বিমান হামলায় মারা যায় প্রায় ৩ হাজার মানুষ। এবছর পালিত হলো হামলার ১৮ বছর। শোক-শ্রদ্ধা-স্মরণে মার্কিনিরা দিনটি পালন করেছে।

৯/১১ অলৌকিক শিশু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর