Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে এই ধূমপায়ী শিশু (!) টি?


১১ সেপ্টেম্বর ২০১৯ ১১:২০

কে এই ধূমপায়ী শিশু (!) টি? ছবিটি দেখার পর সে প্রশ্নই প্রথম আসবে। তুরস্কে একটি ফুটবল ম্যাচের গ্যালারি থেকে ধূমপানরত এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আর পাশে আরেকটি শিশু বসে।

তখন থেকে ওই প্রশ্নটিই অনেকের মনে আসে। এরপর স্যোশাল মিডিয়ার যুগে ভাইরাল হতে আর সময় নেয়নি। সেই সঙ্গে আলোচনা-সমালোচনাও নানা ডাল-পালা ছড়িয়েছে।

এতটুকু শিশু প্রকাশ্যে সিগারেট ফুঁকছে? সেসব প্রশ্নের উত্তরে জানা গেলো যার মুখে সিগারেট, তিনি মোটেই শিশু নন। তিনি মূলত পাশে বসা অপর শিশুটির বাবা। বয়স ৩৬। বাবা ছেলে মিলে বারসাপোর ও ফেনারবাসের খেলা দেখছিলেন।

আরও জানা গেলো ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিলো লিউকেমিয়ায় আক্রান্ত এবং অটিজমে ভুগছে এমন শিশুদের জন্য তহবিল সংগ্রহ করতে।

ম্যাচে বাবা-ছেলের পছন্দের দল বারসাপোর ২-১ গোলে জয়ী হয়। অপর ছবিতে ধরা পড়ে সেই জয়ে হাস্যোচ্ছ্বল বাবা ও ছেলে।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর