৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৯
এ বয়ান বিচ্ছেদের। বিবাহ বিচ্ছেদের। প্রিয় শ্রোতা, বিশ্বজুড়ে বিবাহ বিচ্ছেদ বেড়েছে অনেক। আর তার কারণও অনেক। কত কারণেই না বিয়ে ভাঙ্গে। কিন্তু কখনো কী শুনেছেন অতিরিক্ত ভালোবাসে বলেও স্বামীকে স্ত্রী কিংবা স্ত্রীকে স্বামী ছেড়ে যায়? হ্যাঁ যায়! এছাড়াও আরও নানা অদ্ভুত কারণে বিয়ে ভাঙ্গে। ৭০ বছরের সংসার যেমন ভাঙে… তেমনি বিয়ের রাতেই আলাদা হতে দেখা যায়। আসুন শুনে নেই তেমনই অদ্ভুত সব বিচ্ছেদের বয়ান….
-
-
এইতো এবছরে আগস্টেই সংযুক্ত আরব আমিরাতের এক নারী তার স্বামীর বিরুদ্ধে ছাড়াছাড়ির আবেদন দাখিল করেছেন এই মর্মে যে, স্বামীটি তাকে ভীষণ রকম ভালোবাসে। কখনোই তাকে সামান্য বকাটি পর্যন্ত দেয় না, ঘরের কাজে সাহায্য করে, আর সবসময়ই ভীষণ দায়িত্ববান… আরে বাবা এত ভালোতো ভালো না… অতএব বিচ্ছেদের নোটিশ।
-
-
-
তাইওয়ানের এক নারী সামান্য আহত হয়ে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে থেকে স্বামীকে একের পর এক ক্ষুদে বার্তায় জানাচ্ছিলেন নিজের কথা। কিন্তু স্বামীর তরফ থেকে কোনও উত্তর এলো না। আদালতে তিনি দেখালেন যে, স্বামীটি তার মেসেজগুলো রিড করেছেন, কিন্তু সাড়া দেননি। এতখানি অবহেলা। অতএব ডিভোর্স।
-
-
বিয়ের মাত্র দিন কয়েক হয়েছে। তো এক দম্পতি গেলেন দুবাইয়ের এক সমুদ্র সৈকতে। সেখানে স্বামীটি লক্ষ্য করলেন, তার স্ত্রী এতদিন কৃত্রিম চোখের পিসি পরে তাকে ধোকা দিয়েছেন। আর যায় কোথা সরাসরি বিবাহ বিচ্ছেদ।
-
-
যুক্তরাষ্ট্রে ১২১৬ সালে এক ৭৩ বছরের নারী তার স্বামীকে ছাড়লেন স্রেফ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য। ২২ বছরের সংসার ছিলো তাদের। কিন্তু স্বামীর এই সিদ্ধান্ত মোটেই মেনে নিলেন না স্ত্রী। ফলে যা হওয়ার তাই হলো।
-
-
ওদিকে হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশনস ডাইরেক্টর অ্যান্থনি স্ক্র্যামুচি তো অল্পের জন্য বেঁচে গেলেন। ডোনাল্ড ট্রাম্বেপর দেওয়া পদে বসে নিজের সংসারেই মহাপ্রলয় ডেকে এনেছিলেন তিনি। অবশ্য দ্রুতই সে পদ থেকে সরে দাঁড়িয়ে শেষরক্ষা হয়েছে। নইলে তার স্ত্রী বিয়ে বিচ্ছেদের হুমকি দিয়েছিলেন তখন।
-
-
সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিয়ে বিচ্ছেদ বাড়ছে সে কথা খুব বলা হয়। তবে সৌদি আরবের এক ব্যক্তি তার সাক্ষাৎ প্রমাণ। তার সদ্যবিবাহিত স্ত্রী বিয়ের একটি ছবি পোস্ট দিয়েছিলেন স্ন্যাপচ্যাটে। কিন্তু তাদের নাকি বিয়ের আগেই শর্ত ছিলো স্যোশাল মিডিয়ায় ছবি দেওয়া যাবে না। তাই দ্রুতই ভেঙ্গে গেলো বিয়ে।
-
-
পঁচিশ বছরের সুখের সংসার ছিলো তাদের। কিন্তু হঠাৎ কী হলো স্ত্রীটি দিলেন বিয়ের বিচ্ছেদের মামলা ঠুকে। স্বামী বেচারা তো কিছুই বুঝতে পারছেন না। অবশেষে জানা গেলো বিচ্ছেদের আবেদন করার ১১ দিন আগে নারীটি ১৩ লক্ষ ডলারের লটারি জিতেছিলেন।
-
-
এক নারী যতবারই কিচেনে যান দেখেন একটি মদের গ্লাস আধোয়া পড়ে আছে। অনেকদিন সহ্য করেছেন, কিন্তু স্বামীকে এ ব্যাপারে কখনোই কিছু বলেন নি। অবশেষে হঠাৎ একদিন বিয়ে বিচ্ছেদের নোটিশ। স্বামী বেচারা তখনও কিছুই বুঝতে পারেননি… ঠিক কেন এমনটা ঘটলো।
-
-
১৯৯৪ সালে বিয়ের মাস কয়েকের মধ্যেই নিউ ইয়র্কের এক স্বামী তার স্ত্রীকে গোপনে ডিভোর্স দেন। কিন্তু এরপর ২২ বছর তার এক সঙ্গে ঘর করেন। তাদের একমাত্র ছেলেটিও বড় হয়। এমনই এক সময় স্ত্রীটি আবিস্তার করেন এই বাড়ির মালিকদের তালিকায় তার নাম নেই। তাকে ডিভোর্সড দেখানো হয়েছে, তাও ২২ বছর আগের ঘটনা।
-
-
বাড়িতে টয়লেট ছিলো না, ঘরের বাইরে জঙ্গলে যেতো হয় প্রকৃতির ডাকে। সে কারণে স্বামীকে ছেড়েই চলে যান স্ত্রী। ভারতের এমন একটি বিষয় নিয়ে সিনেমা হয়েছে। তবে সেটি একটি বাস্তব ঘটনারই পরিপ্রেক্ষিতে। ঘটনাটি ঘটে দেশটির রাজস্থানে।
-
-
ইতালির এক লোক রীতিমতো মা ন্যাওটা। তো বিয়ের পর হানিমুনেও সে তার মাকে সঙ্গে নিয়ে গেলো। হানিমুন থেকে ফিরেই সরাসরি বিচ্ছেদের নোটিশ দিয়ে দিলেন স্ত্রী।
-
-
২০০৯ সালে এক সৌদি নারী দেখলেন তার স্বামীর টেলিফোনে তার নম্বরটি সেফ করা হয়েছে গুয়ান্তানামো- এই নামে। মানে কী তার সঙ্গে থাকা মানে গুয়ান্তানামো কারাগারে থাকার সামিল। আর যায় কোথা ১৭ বছরের বিবাহিত জীবন সেখানেই শেষ।
-
-
৯৯ বছর বয়সী এক ইতালীয় তার ৭০ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন। কারণ এতদিন পরে তার হাতে পড়ে কিছু ভালোবাসার চিঠি। সেই চল্লিশের দশকে তিনি লিখেছিলেন ভালোবাসার পাত্রের উদ্দেশে। সেজন্য ক্ষমাভিক্ষাও চেয়েছিলেন প্রায় শতবর্ষী সেই নারী। কিন্তু ক্ষমা মিললো না… দুজনের জীবন আলাদা হয়ে গেলো।
-
-
বিয়ের কয়েক মাসেও স্বামীটি তার ফেসবুক প্রোফাইলে ‘ম্যারেড’ স্ট্যাটাস আপডেট করেননি। আর যায় কোথা- স্ত্রী দিলেন বিচ্ছেদের মামলা ঠুকে। আর বিচ্ছেদ হয়ে গেলো।
-
-
ইসরাইলের এক নারী ৫৫০টি বিড়াল দত্তক নিয়ে নিলেন। স্বামী বলে দিলেন, যাও নিজের ঘর নিজে করো আমি নেই তোমার সাথে।
-
-
ভারতীয় একনারী সিরিয়াল দেখতে দেয়নি বলে স্বামীকে ছেড়েই চলে গেছেন। আর ফেরেননি।
-
-
আর ইংল্যান্ডের এক ভদ্রলোককে তার স্ত্রী প্রতিদিন টুনা খেতে দিতেন। বিচ্ছেদের মধ্য দিয়েই তার মিলেছে মুক্তি।
আড়চোখে
টপ নিউজ
বিবাহ বিচ্ছেদ